ব্রোকারেজ হাউজ (Brokerage House) কি?

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: শেয়ার ব্যবসার ক্ষেত্রে পুঁজিবাজারগুলোর সাথে বিনিয়োগকারীদের যোগসূত্র স্থাপনে যে প্রতিষ্ঠান মধ্যস্থতার ভূমিকা পালন করে তাকেই ব্রোকারেজ হাউজ বলা হয়।

বাংলাদেশে দুটি শেয়ার বাজার রয়েছে। এর একটি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপরটি চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) নামে পরিচিত। এই বাজার দুটিতে ব্যবসা করতে যে প্রতিষ্ঠানগুলো মধ্যস্থতা করে থাকে সেগুলোই হলো ব্রোকারেজ হাউজ।

বর্তমানে দেশে নিবন্ধিত প্রায় ৩০০ এর অধিক ব্রোকারেজ হাউজ রয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হাউজগুলোর একাধিক শাখা রয়েছে। পুঁজিবাজারে বিনিয়োগে আগ্রহীরা এসব ব্রোকারেজ হাউজের মাধ্যমে বেনিফিসিয়ারি ওনার্স (বিও) একাউন্ট খুলে এখানে বিনিয়োগ করতে পারেন। ব্রোকারেজ হাউজগুলো বিনিয়োগকারীদের অর্ডার বা আদেশ মোতাবেক শেয়ার ক্রয়-বিক্রয় করে থাকে। এছাড়া হাউজগুলো গ্রাহকদের জন্য ১: ০.৫ অনুপাতে মার্জিন লোনের ব্যবস্থা করে থাকে। নিজের বিনিয়োগ অনুপাতে এ লোন নিয়ে গ্রাহকরা তাদের পছন্দমদ শেয়ার কিনতে পারেন।

(শামীম/০৫ এপ্রিল ২০২০)


Comment As:

Comment (0)