অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট রুলসের সংশোধনী চূড়ান্ত অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: কিছু সংশোধনীতে জনমত জরিপ শেষে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (অল্টারনেটিভ ইনভেস্টমেন্টস) রুলস ২০১৫ এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে দেশের পুঁজিবাজারে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত বিএসইসির ৭২৫তম কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (অল্টারনেটিভ ইনভেস্টমেন্টস) রুলস ২০১৫ এর সংশোধণী জনমত জরীপান্তে চূড়ান্ত অনুমোদন দিয়েছে কমিশন।

করোনাভাইরাস মহামারি মোকাবেলায় সরকার ঘোষিত সাধারণ ছুটি শেষে নিয়মিত অফিস শুরু হলে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেবে বিএসইসি।

(শামীম/৩০ এপ্রিল ২০২০)


Comment As:

Comment (0)