পরিকল্পনা (Planning) কি?

বিনিয়োগবার্তা ডেস্ক: ভবিষ্যতে আমরা কি করতে চাই, কখন, কিভাবে ও কার দ্বারা করতে চাই তা পূর্ব হতে নির্ধারণ করাকেই পরিকল্পনা বলে।

কোন কাজ শুরু করার আগে কাজের বিভিন্ন দিক সম্পর্কে ধারাবাহিকভাবে চিন্তা করে বাস্তবায়নের দিকে যাওয়াই পরিকল্পনা।

অন্যদিকে ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে পূর্ব নির্ধারিত কাঠামো বা ছক তৈরি করাকে বলা হয় পরিকল্পনা।

সরল ভাষায় পরিকল্পনা হচ্ছে- কোন কিছুর লক্ষ্য, কৌশল, অর্থায়ন, উৎপাদন, বিপণন, খরচ, লাভ, ঝুঁকি ইত্যাদি বিষয়ে আগে থেকেই নির্ধারণ করা।

(কেএইচকে / ২৪ ডিসেম্বর ২০২০)


Comment As:

Comment (0)