সূহৃদ ইন্ডাস্ট্রিজের অর্ধবার্ষিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: চলতি হিসাব বছরের প্রথমার্ধের (জুলাই’১৬-ডিসেম্বর’১৬) ও দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’১৬)অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভূক্ত প্রকৌশল খাতের কোম্পানি সূহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
রবিবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা শেষে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
‘১
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ি, বছরের প্রথমার্ধে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে দশমিক ৮ পয়সা, আগের বছরের এই সময়ে যা ছিল দশমিক ১ পয়সা। আর বছরের দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ ০১ অক্টোবর ২০১৬ থেকে ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত কোম্পানিটির ইপিএস হয়েছে শূন্য দশমিক ৯ পয়সা, আগের বছরের এই সময়ে যা ছিল শূন্য দশমিক ১ পয়সা। উল্লেখিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট এ্যাসেট ভ্যালু (এনএভি) দাড়িয়েছে ১২ টাকা আগের বছরের এই সময়ে যা ছিল ১২ টাকা ০৮ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিপিএস) হয়েছে শূণ্য দশমিক ৩১ পয়সা, যা আগের বছরের এই সময়ে ছিল শূন্য দশমিক ২৮ পয়সা।
(এমআইআর/এসএএম/ ২৯ জানুয়ারি ২০১৭)