আর্থিক প্রতিবেদন কি?
বিনিয়োগবার্তা ডেস্ক: আর্থিক প্রতিবেদন হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের জন্য কোম্পানীর স্টেকহোল্ডারদের তথ্য সরবরাহের প্রক্রিয়া এবং আর্থিক বিবৃতি ও প্রতিবেদন প্রক্রিয়ার ফলাফল।
আর্থিক প্রতিবেদনের সাহায্যে পরিচালকগন আয়-ব্যয়ের অগ্রিম হিসাব নিকাশ ও পরিকল্পনা করে থাকেন। আর তালিকাভূক্ত কোম্পানির ক্ষেত্রে কোম্পানির পর্ষদ প্রাতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগকারীদেরকে এ সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করে থাকেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট খাতের নিয়ন্ত্রক সংস্থা, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা ও স্টক এক্সচেঞ্জগুলোকে এ বিষয়ে অবগত করতে হয়।
ব্যবসায়ের মালিক লাভের পরিমাণ জানার জন্য এবং ভবিষ্যতে শেয়ারগুলো রাখবেন কি না এই সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের জন্য আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে থাকেন।
আর্থিক প্রতিবেদনের উপর ভিত্তি করে পরিচালকগণ লভ্যাংশ বা ডিভিডেন্ড ঘোষণা করেন।
বিনিয়োগকারী ও পাওনাদাররা আর্থিক প্রতিবেদন থেকে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ স্থায়িত্ব ও ঋণ পরিশোধের ক্ষমতা জানতে পারেন। কারণ আর্থিক বিবরণী বিশ্লেষণ করলে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ অবস্থা, ক্রেডিট রেটিং এবং নগদ প্রবাহ সম্পর্কে ধারণ পাওয়া যায়।
সরকার আর্থিক প্রতিবেদন হতে আয়কর, বিক্রয়কর, উৎপাদন কর, এবং অন্যান্য কর নির্ধারণ করে।
(এসএএম/২০ এপ্রিল ২০২১)