বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন সানি লিওন
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওন অল্পের জন্য মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। মহারাষ্ট্রে দুর্গম এক এলাকার ওপর দিয়ে যাওয়ার সময় তার ব্যক্তিগত উড়োজাহাজটি বৈরী আবহাওয়ার কবলে পড়ে বিধ্বস্ত হওয়া থেকে রক্ষা পেয়েছে। পাইলটের দক্ষতার কারণেই এবারের যাত্রায় তিনি বেঁচে গেছেন।
বৃহস্পতিবার (১ জুন) ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।
সৌভাগ্যবান সানি লিওন তার ভক্তদের উদ্দেশে টুইট করে বলেন, মহারাষ্ট্রে দুর্গম এক এলাকার ওপর দিয়ে যাওয়ার সময় উড়োজাহাজটি বৈরী আবহাওয়ার কবলে পড়ে। কিন্তু পাইলট খুব দক্ষতার সঙ্গে সামলে নেন। এতে দুর্ঘটনা হতে হতেও আর হয়নি। তবে দলটি গন্তব্যে না গিয়ে বাড়ি ফিরে আসে।
টুইটারে সানি আরও লিখেছেন, ‘এখনো সবাই আতঙ্কে আছেন। তাই আমি তাঁদের সাহস দিতে কিছু হয়নি এমন ভাব করছি। ঈশ্বরকে ধন্যবাদ। বৈরী আবহাওয়ার কারণে আমাদের উড়োজাহাজ প্রায় বিধ্বস্ত হচ্ছিল। এখন আমরা সবাই বাড়ি ফিরে যাচ্ছি। আমাদের পাইলটকেও তাঁর অসাধারণ দক্ষতার জন্য ধন্যবাদ। তিনি আমাদের জীবিত ফিরিয়ে এনেছেন। কিন্তু জানেন, মধ্য আকাশে পাইলট যখন ঈশ্বরকে ডাকছিলেন, তখন কেমন লাগছিল!’
(এসএএম/ ০১ জুন ২০১৭)