হলিউডে কার পারিশ্রমিক কত?

বিনিয়োগবার্তা ডেস্ক, বিনিয়োগবার্তা: বক্স অফিস সফল হলে তরতর করে বেড়ে যায় অভিনয়শিল্পীর দাম। তবে দর্শকের সামনে এখন বাটখারা হয়ে দাঁড়িয়েছে ‘ভিউ’। নেটফ্লিক্স কিংবা অ্যামাজন প্রাইম ভিডিওতে কার ছবির কত ‘ভিউ’ হলো, সেটাই বিবেচ্য।

মার্কিন চলচ্চিত্র সাময়িকী ‘ভ্যারাইটি’ দিয়েছে হলিউড তারকারা কে কত পারিশ্রমিক নেন, তার হিসাব। সেখানে ওটিটিকেন্দ্রিক ছবিই বেশি।

১.
নেটফ্লিক্সের অন্যতম প্রতিদ্বন্দ্বী অ্যামাজন তাদের ছবি ‘রেড ওয়ান’–এর জন্য ডোয়াইন জনসন ওরফে রককে দেবে পাঁচ কোটি মার্কিন ডলার।

২,
বিখ্যাত টেনিস বোনদ্বয় সেরেনা ও ভেনাসের বাবা রিচার্ড উইলিয়ামসের জীবনভিত্তিক ছবি ‘কিং রিচার্ড’–এর জন্য উইল স্মিথ নিয়েছেন চার কোটি মার্কিন ডলার।
৩.
‘দ্য লিটল থিংস’ ছবির জন্য ড্যানজেল ওয়াশিংটনকে দিতে হয়েছে চার কোটি মার্কিন ডলার।
৪.
নেটফ্লিক্সের ছবি ‘ডোন্ট লুক আপ’। এই ছবির জন্য ‘টাইটানিক’ তারকা লিওনার্দো ডি’ক্যাপ্রিওকে দেওয়া হয়েছে তিন কোটি মার্কিন ডলার।
৫.
অ্যাকশন কমেডি ছবি ‘স্পেন্সার কনফিডেনশিয়াল’। মার্ক ওয়ালবার্গ এই ছবিতে অভিনয়ের জন্য পকেটে পুরেছেন ৩ কোটি মার্কিন ডলার।

৬.
‘ডোন্ট লুক আপ’ ছবিতে ডি’ক্যাপ্রিওর সঙ্গী জেনিফার লরেন্স। ছবিতে অভিনয়ের জন্য লরেন্স নিয়েছেন ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।

৭.
‘লিভ দ্য ওয়ার্ল্ড বাহাইন্ড’ ছবিতে অভিনয়ের জন্য জুলিয়া রবার্টসকে নেটফ্লিক্স দিচ্ছে ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।

৮.
‘দ্য লস্ট সিটি অব ডি’ ছবির জন্য স্যান্ড্রা বুলকের ঝুলিতে যাবে ২ কোটি মার্কিন ডলার।

৯.
নেটফ্লিক্সের ছবি ‘দ্য গ্রে ম্যান’। এই ছবির জন্য ২ কোটি মার্কিন ডলার দিতে হবে রায়ান গসলিংকে।

(ডিএফই/২১ আগস্ট, ২০২১)


Comment As:

Comment (0)