সাপ্তাহিক গেইনারের শীর্ষে প্রিমিয়ার লিজিং

বিনিয়োগবার্তা ডেস্ক: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেইনারের শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৪.০৭ শতাংশ।ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৮ কোটি ১৮ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ৪০ কোটি ৯৪ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা আল-হাজ টেক্সটাইল মিলসের শেয়ার দর বেড়েছে ১৩.৮৪ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৯ কোটি ৭৯ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ৪৮ কোটি ৯৬ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার তৃতীয় স্থানে থাকা আইসিবি এএমসিএল ফার্স্ট এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের দর বেড়েছে ১০.০৫ শতাংশ। আলোচ্য সপ্তাহে ফান্ডটির প্রতিদিন গড়ে ৩৫ লাখ টাকার ইউনিট লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ১ কোটি ৭৫ লাখ টাকার ইউনিট লেনদেন হয়েছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সে ৯.৬২ শতাংশ, গোল্ডেন হারভেস্ট এগ্রোতে ৯.৩৬ শতাংশ, জিএসপি ফাইন্যান্সে ৮.৩৯ শতাংশ, মতিন স্পিনিং মিলসে ৭.১৬ শতাংশ, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ডে ৭.০৬ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকে ৬.৯০ শতাংশ এবং প্যাসেফিক ডেনিমসে ৫.৯৯ শতাংশ দর বেড়েছে।

 

(ইউএম/এসএএম/ ০৪ মার্চ ২০১৭)


Comment As:

Comment (0)