জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী
জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশন থেকে দেশে ফেরার পর এ নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলবেন প্রধানমন্ত্রী। এতে সাধারণ অধিবেশনসহ তার সফর নিয়ে নানা প্রশ্নের উত্তর দেবেন তিনি।
রোববার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল সোমবার বিকেল চারটায় সদ্য সমাপ্ত সফর নিয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টায় ফিনল্যান্ডের হেলসিংকি-ভানতা আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বাংলাদেশ সময় রাত সোয়া দশটায় হযরত শাহজালাল (র:) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফরসঙ্গীদের বহণকারী ফ্লাইটটি।
১৯-২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে অবস্থানকালে জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে যোগদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া উচ্চ পর্যায়ের বেশ কয়েকটি দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেন তিনি। অধিবেশনে জলবায়ু সংকট, বৈশ্বিক করোনা পরিস্থিতি মোকাবেলাসহ গুরুত্বপূর্ণ নানা বিষয়ে বাংলায় ভাষণ দেন প্রধানমন্ত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম জাতিসংঘে বাংলায় ভাষণের পর এবার ১৮তম বাংলায় ভাষণের ঘটনা ঘটলো। ২৫ সেপ্টেম্বর তিনি ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করেন।
বিনিয়োগবার্তা/এসএএম//