শ্রীলঙ্কান ফুড ফেস্টিভ্যালের আয়োজন করবে ‘সী পার্ল বীচ রিসোর্ট’
শ্রীলঙ্কান ফুড ফেস্টিভ্যালের আয়োজন করতে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভূক্ত ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি ‘সী পার্ল বীচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড’।
আগামী ২৩ থেকে ২৭ নভেম্বর কক্সবাজারের পাঁচ তারকা হোটেল রয়েল টিউলিপ সী পার্লের ‘কাসবাহ রেস্টুরেন্টে’ প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত পর্যন্ত চলবে এই ফুড ফেস্টিভ্যাল।
রয়েল টিউলিপ সী পার্লের গ্রুপ ম্যানেজার আজিম শাহ জানান, কোভিড ১৯ এর কারণে ইচ্ছে থাকা স্বত্ত্বেও পর্যটকদের সামনে দীর্ঘদিন সেবার বৈচিত্র নিয়ে আসতে পারেনি রয়েল টিউলিপ। এখন স্বাভাবিক অবস্থা ফিরে আসায় নতুন নতুন সেবা নিয়ে হাজির হয়েছে সী পার্ল। এরই অংশ হিসেবে এবার আয়োজন করা হচ্ছে ‘শ্রীলঙ্কান ফুড ফেস্টিভ্যাল’। আমাদের সম্মানিত অতিথি ও পর্যটকদের চাহিদা বিবেচনায় রেখে এখন থেকে পর্যায়ক্রমে এ ধরনের আরও আয়োজন করবে রয়েল টিউলিপ কর্তৃপক্ষ।
বিনিয়োগবার্তা/শামীম//