IBBL Azimpur Sub-Branch

আজিমপুরে ইসলামী ব্যাংকের ২০০তম উপশাখা

মঙ্গলবার (২৩ নভেম্বর, ২০২১) রাজধানীর আজিমপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ২০০তম উপশাখা উদ্বোধন করা হয়েছে। 

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ উপশাখা উদ্বোধন করেন। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাহবুব আলম ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর হাসিবুর রহমান মানিক। 

ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নিউ মার্কেট শাখাপ্রধান মোঃ আশরাফ আলী এবং ধন্যবাদ জ্ঞাপন করেন আজিমপুর উপশাখা ইনচার্জ মুহাম্মদ আব্দুল হাই। 

গ্রাহক শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে বক্তব্য দেন শিক্ষাবিদ অধ্যক্ষ নিজাম উদ্দিন এবং আজিমপুর রোড ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ কাইয়ুম জজ মিয়া। 
ব্যাংকের নির্বাহী-কর্মকর্তা, গ্রাহক, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)