বিএনও

বরিশালে বিএনও’র ডিপো উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: বরিশালে ডিপো উদ্বোধন করেছে পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি বিএনও লুব্রিকেন্টস ব্র্যান্ডের লুবরেফ বাংলাদেশ লিমিটেড। নগরীর চাঁদমারিতে কোম্পানিটির বরিমাল ডিপো উদ্বোধন করা হয়।

 

মঙ্গলবার (৩০ নভেম্বর ২০২১) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ডিপোর উদ্বোধন করেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফ। এদিন বরিশাল ক্লাবে ডিলার মিট ও আলোচনা সভারও আয়োজন করেছে বিএনও।

 

এ ডিপো চালু করার ফলে বরিশাল অঞ্চল ও পার্শ্ববর্তী এলাকাগুলোর গ্রাহকদের কাছে সহজেই পণ্য সরবরাহ করতে সক্ষম হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিএনও।

 

 

 

বিনিয়োগবার্তা/শামীম//


Comment As:

Comment (0)