EDU Mejban 1

ভর্তি পরীক্ষায় আগতদের জন্য ইডিইউতে মেজবান

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের যেকোন উৎসবে পরিপূর্ণতা এনে দিতে জুড়ি নেই মেজবানের কয়েকশ বছরের ঐতিহ্যবাহী এই আয়োজনের মাধ্যমে ভর্তি পরীক্ষায় আগত শিক্ষার্থী-অভিভাবকদের আপ্যায়ন করলো ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ)

বিশ্ববিদ্যালয়ের তিনটি স্কুলের অধীনে ছয়টি বিভাগে সোমবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে স্প্রিং ২০২২ সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতি আস্থা রাখায় ভর্তিচ্ছু-অভিভাবকদের ধন্যবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, ইডিইউ যোগ্যতা যাচাইয়ের মাধ্যমে ভালো মানের শিক্ষার্থী খুঁজে বের করতে সবসময়ই সচেষ্ট এরই অংশ হিসেবে প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময়ই ভর্তি পরীক্ষা নিয়ে আসছি আমরা এই পরীক্ষা শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয় শিক্ষার্থীদের পরীক্ষার খাতা মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের দুর্বলতা বা ঘাটতিগুলো খুঁজে বের করি আমরা ভর্তির পরপরই মূল কোর্সের পাশাপাশি অ্যাক্সেস অ্যাকাডেমির মাধ্যমে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য প্রস্তুত করে তুলি আমরা

ইডিইউর এমন আপ্যায়নে অত্যন্ত খুশি আগত অতিথিরা অভিনব উদ্যোগে অভিভূত তারা নিজের অনুভূতি প্রকাশ করে এক অভিভাবক বলেন, মেয়েকে নিয়ে এসেছি ভর্তি পরীক্ষায় ভেবেছিলাম ক্যান্টিন বা বাইরে থেকে খাবার নিয়ে আসবো, যাতে মেয়ে হল থেকে বেরিয়েই খেয়ে নিতে পারে কিন্তু ইডিইউ কর্তৃপক্ষের উদ্যোগে এসব নিয়ে চিন্তা করতেই হলো না অন্য কোন বিশ্ববিদ্যালয়ে ধরনের পদক্ষেপ নিতে দেখিনি

স্নাতক পর্যায়ের বিবিএ, বিএ ইন ইংলিশ, বিএ ইন ইকনোমিক্স, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন ইলেক্ট্রিকাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইলেক্ট্রিকাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে

স্নাতকোত্তর পর্যায়ে এমবিএ পরীক্ষা ১৭ আগস্ট শুক্রবার সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হবে অন্যান্য প্রোগ্রামগুলোর ভর্তি পরীক্ষাও পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে

পরীক্ষা শুরু হতেই উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান কেন্দ্র পরিদর্শন করেন তিনি বলেন, করোনার মাঝে আমাদের ভর্তি পরীক্ষা গ্রহণ বন্ধ ছিলো না বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে করোনার সাধারণ ছুটির মধ্যে ভর্তি পরীক্ষা গ্রহণ করে দৃষ্টান্ত স্থাপন করেছিলাম আমরা সুরক্ষিত ক্যাম্পাস অনলাইন প্ল্যাটফর্মের মেলবন্ধন ঘটিয়েফ্লিপড ক্লাসরুমকৌশলে আমরা ক্লাসও নিচ্ছি

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)