‘বিনিয়োগকারী ও পুঁজিবাজারের মধ্যে সেতুবন্ধন হিসাবে কাজ করেন অনুমোদিত প্রতিনিধিরা’

ওটিসি ও এটিবি’র কোম্পানিলোর তথ্য চেয়েছে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক: ওভার দ্যা কাউন্টার (ওটিসি) মার্কেট এবং অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (বিকল্প বাজার) লেনদেন করা কোম্পানিগুলোর আর্থিক অবস্থা সম্পর্কে প্রতিবেদন জমা দিতে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেকে (ডিএসই ও সিএসই) চিঠি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

জানা গেছে, সম্প্রতি বিএসইসি থেকে উভয় স্টক এক্সচেঞ্জ এবং সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশের (সিডিবিএল) কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

চিঠি পাঠানোর সাত দিনের মধ্যে উভয় স্টক এক্সচেঞ্জ এবং সিডিবিএলকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদনে শেয়ার হোল্ডিংয়ের অবস্থা সম্পর্কেও জানাতে বলেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

উল্লেখ্য, ২০২০ সালের ১ অক্টোবর পর্যন্ত ওটিসি মার্কেটে ৬০টি কোম্পানি ছিল। এর আগে একই বছরের ১৬ সেপ্টেম্বর বিএসইসি ওটিসি বাজার বাতিল করে এবং ২৩টি ওটিসি কোম্পানিকে ছোট মূলধন প্ল্যাটফর্মে এবং ১৮টি কোম্পানিকে দেশের স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে পাঠানোর সিদ্ধান্ত নেয়।

বিএসইসির এক্সিট প্লানের নির্দেশনা অনুসারে সর্বশেষ গত বছরের ২৮ ডিসেম্বর অন্য ১৯টি কোম্পানিকে বাজার থেকে বাদ দেওয়া হয়।

বিনিয়োগবার্তা/এসএল/এসেএএম//


Comment As:

Comment (0)