শেয়ার দরের সর্বনিম্ন সীমা পূন:নির্ধারণ; একদিন কমতে পারবে সর্বোচ্চ ৫ শতাংশ
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ার দরের সর্বনিম্ন সীমা পূন:নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিগত ৮ মার্চ বিএসইসির নির্দেশিত শেয়ার দরের সর্বনিম্ন সীমা ২ শতাংশ নির্ধারণ বাতিল করে তা ৫ শতাংশ নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা।
এরফলে আগামীকাল থেকে যেকোন সিকিউরিটিজের শেয়ার দর সর্বনিম্ন ৫ শতাংশ পর্যন্ত কমতে পারবে।
বুধবার (২০ এপ্রিল) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়্যাত উল ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
বিএসইসি সূত্রে জানা যায়, শেয়ার দরের সর্বোচ্চ সীমা এবং অন্যান্য শর্তাবলী আগের মতোই অপরিবর্তিত থাকবে। শুধুমাত্র পূর্ববর্তী কার্যদিবসের ক্লোজিং প্রাইসের সর্বনিম্ন ৫ শতাংশ পর্যন্ত শেয়ার দর কমতে পারবে।
বিনিয়োগবার্তা/এসএএম//