Metlife223

মেটলাইফের থ্রিসিক্সটি হেলথ অ্যাপ ডাউনলোড হয়েছে দেড় লাখের বেশি

নিজস্ব প্রতিবেদক: চালু করার মাত্র কয়েক মাসের মধ্যেই মেটলাইফ থ্রিসিক্সটি হেলথ মোবাইল অ্যাপ বাংলাদেশে দেড় লাখেরও বেশি বার ডাউনলোড করা হয়েছে। অ্যাপটি এখন দেশের অন্যতম জনপ্রিয় স্বাস্থ্য ও ফিটনেস সংক্রান্ত অ্যাপের তালিকায় জায়গা করে নিয়েছে।   

থ্রিসিক্সটি হেলথ অ্যাপের নতুন ধরনের ফিচার ব্যবহারকারীদের স্বাস্থ্যকর ও সুরক্ষিত জীবনযাপনে সহায়তা করছে। কোভিড-১৯ এর উপসর্গ পরীক্ষা, ব্যক্তিগত স্বাস্থ্য ঝুঁকি মূল্যায়ন; এবং উপযুক্ত আর্থিক সুরক্ষার বিভিন্ন অপশন পাওয়া যাবে অ্যাপটিতে। 

মেটলাইফের গ্রাহকরা বিনামূল্যে অনলাইনে ডাক্তারের পরামর্শ, ডায়াগনস্টিক পরীক্ষায় বিশেষ ছাড় এবং কার্ডিওলজিস্ট, সাইকোলজিস্ট, নিউট্রিশনিস্ট, গাইনোকোলজিস্ট, গ্যাস্ট্রোলজিস্ট সহ বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট অনলাইনে নিতে পারবেন। 

অ্যাপটি ব্যবহার করে গ্রাহকরা অনলাইনে ওষুধ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সরঞ্জাম অর্ডার করে কিনতে পারবেন। এছাড়াও, গ্রাহকরা তাদের পলিসি সম্পর্কিত তথ্য যেমন পলিসির অবস্থা, পলিসির মেয়াদপূর্তির তারিখ এবং প্রিমিয়ামের শেষ তারিখ সরাসরি এই মোবাইল অ্যাপ থেকে জানতে পারবেন।

অ্যাপ ডাউনলোডের এই মাইলফলক অর্জন নিয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী আলা আহমদ বলেন, "বাংলাদেশের মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মাধ্যমে একটি নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে সাহায্য করবে মেটলাইফ থ্রিসিক্সটি হেলথ। এই অ্যাপটি ব্যবহার করে দেশের মানুষ স্বাস্থ্যকর ও স্বাচ্ছ্যন্দপূর্ণ জীবনযাপন করতে পারছেন দেখে আমরা অত্যন্ত আনন্দিত।"

থ্রিসিক্সটি হেলথ অ্যাপটি বিনামূল্যে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে এই লিংক এর মাধ্যমে। (https://metlifebd.online/d4454e)

মেটলাইফ 
MetLife, Inc. (NYSE: MET), এর অংগপ্রতিষ্ঠান এবং সহযোগী প্রতিষ্ঠান (“MetLife”), এর সমন্বয়ে বিশ্বের অন্যতম একটি আর্থিক সেবা প্রদানকারী কোম্পানি যা তার ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক গ্রাহকদের বিমা, এ্যনুইটি, গ্রুপ বিমা ও সম্পদ ব্যবস্থাপনা সেবা প্রদানের মাধ্যমে পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে সাহায্য করে। ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত মেটলাইফ বিশ্বের ৪০ টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে এবং যুক্তরাষ্ট্র, জাপান, লাতিন আমেরিকা, এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাজারে নেতৃস্থানীয় অবস্থানে রয়েছে। ১৯৫২ সালে বাংলাদেশে ব্যবসা প্রতিষ্ঠার মধ্য দিয়ে মেটলাইফ-এর এশিয়া যাত্রা শুরু হয়। বর্তমানে মেটলাইফ বাংলাদেশের সর্ববৃহৎ জীবনবিমা প্রতিষ্ঠান। প্রায় ১০ লক্ষেরও বেশি গ্রাহকের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানটি দেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতীক বীমা প্রতিষ্ঠান। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন:  www.metlife.com

আরও তথ্যের জন্য:
Saifur Rahman 
Head of Communications, MetLife Bangladesh 
md-saifur.rahman@metlife.com.bd
+880 1313089065

Faria Mahbub 
Communications Manager, MetLife Bangladesh 
Faria.Mahbub@metlife.com.bd 
+880 1787676049
 
বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)