পুঁজিবাজারে চালু হচ্ছে টি+১ সেটেলমেন্ট; রোডম্যাপ প্রণয়নে তিন সংস্থাকে বিএসইসির চিঠি
নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে টি+১ সেটেলমেন্ট চালু করতে চায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ পরিকল্পনা বাস্তবায়নে রোডম্যাপ তৈরিতে সহায়তার লক্ষ্যে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) চিঠি দিয়েছে কমিশন।
চিঠিতে কীভাবে টি+১ পদ্ধতি বাস্তবায়ন করা যায়- তা আগামী ১২ জুনের মধ্যে এই তিন প্রতিষ্ঠানকে জানাতে বলা হয়েছে।
ডিএসই, সিএসই এবং সিডিবিএলকে পাঠানো এ সংক্রান্ত চিঠিতে টি+১ বাস্তবায়নে রুলস অ্যান্ড রেগুলেশনের সংশোধনী, সিস্টেম মোডিফিকেশন এবং অন্যান্য প্রয়োজনীয় পরিবর্তনের বিষয়ে রোডম্যাপ দিতে বলা হয়েছে।
টি+১ বাস্তবায়ন হলে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা ‘এ’ ও ‘বি’ গ্রুপের কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ড কেনার পরদিনই বিক্রি করতে পারবেন। তবে ‘জেড’ গ্রুপের প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ সুযোগ পাওয়া যাবে না।
উল্লেখ্য, বর্তমানে পুঁজিবাজারে টি+২ সেটেলমেন্ট চালু রয়েছে। এর ফলে ‘এ’ ও ‘বি’ কোম্পানির শেয়ার কেনার তৃতীয় দিনে বা দু’দিন পর বিক্রি করতে পারেন বিনিয়োগকারীরা।
এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, টি+১ সেটেলমেন্ট কীভাবে বাস্তবায়ন করা যায় সে বিষয়ে দুই স্টক এক্সচেঞ্জ এবং সিডিবিএলকে চিঠি দেওয়া হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে এ বিষয়ে অভিমত দিতে সংস্থাগুলোকে বলা হয়েছে।
বিনিয়োগবার্তা/এসএএম//