AIBL

আল-আরাফাহ্ ব্যাংকে ‘ব্যাঙ্কাসুরেন্স অ্যান্ড ব্যাঙ্কাতাকাফুল’ শীর্ষক এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড-এ দিনব্যাপী ‘ব্যাঙ্কাসুরেন্স অ্যান্ড ব্যাঙ্কাতাকাফুলঃ কনসেপ্টস, প্রোডাক্টস এন্ড রোল অব দ্য ব্যাংকস’ শীর্ষক এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইডিপি) ৭ জুন, মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী ডেভেলপমেন্ট প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উক্ত প্রোগ্রামে বাংলাদেশ ইন্সটিটিউট ফর প্রোফেশনাল ডেভেলপমেন্ট এর ডিরেক্টর জেনারেল কাজী মোহাম্মদ মর্তুজা আলী রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং এন্ড রিসার্স ইনস্টিটিউট এর ডিরেক্টর জেনারেল মোঃ আব্দুল আউয়াল সরকারের সভাপতিত্বে ইডিপিতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এস এম জাফর, শাব্বির আহমেদ, মোঃ শফিকুর রহমান, মোঃ মাহমুদুর রহমান, মোহাম্মদ নাদিম, আবেদ আহাম্মদ খান, আবদুল্লাহ আল মামুন এবং ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ অংশগ্রহণ করেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)