Photo_Spirit of shopping revived as Daraz onboards new fashion brands

নতুন সব ব্র্যান্ডের সাথে এবারে শপিংয়ের মজা আরো জমবে দারাজে

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশের (https://www.daraz.com.bd/) সাথে যুক্ত হয়েছে বেশ কিছু ফ্যাশন ব্র্যান্ড। ফলে ফ্যাশনপ্রেমী গ্রাহকদের জন্য এই অনলাইন মার্কেটপ্লেসে কেনাকাটার অভিজ্ঞতা এখন হতে যাচ্ছে আরো চমৎকার।

ফ্যাশন-সচেতন ব্যক্তি মাত্রই পোশাকআশাকের মধ্য দিয়ে নিজের ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে চান। ঈদকে সামনে রেখে অনেকেই এখন নিজের ও কাছের মানুষদের জন্য নতুন জামাকাপড় কেনাকাটা সেরে নিচ্ছেন, আর এই কেনাকাটাকে আরো সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে দারাজ বাংলাদেশ আড়ং, মিরর, ইজ, ফ্লাই ফ্লোরা, স্টাইল স্টোর, ওয়াকার, উইনার ফ্যাশন সহ নানা জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ডের সাথে হাত মিলিয়েছে। ক্রেতাদের মাঝে কেনাকাটার আনন্দ বাড়িয়ে তুলতে শুধুমাত্র দারাজেই সকল ব্র্যান্ড আকর্ষণীয় অফার দিচ্ছে।  

কর্মব্যস্ত জীবনের মাঝে সময় বের করে মার্কেটে গিয়ে কেনাকাটা করা এখন অনেকের জন্যই কঠিন ও বিরক্তিকর হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যার সমাধান হিসেবে দারাজে কেনাকাটা করলে গ্রাহকরা শতভাগ অরিজিনাল ব্র্যান্ডের নিশ্চয়তা সহ পাচ্ছেন ১৪ দিনের রিটার্ন পলিসি ও অন্যান্য সুবিধা। আড়ংয়ের ক্রেতারা পাচ্ছেন আড়ং গিফট ভাউচারে প্রি-পেমেন্ট এবং বিকাশ ক্যাশব্যাক, সেই সাথে থাকছে ২৪ ঘন্টার মধ্যে ডেলিভারি। আরও রয়েছে ডিসকাউন্ট অফার। দারাজের মাধ্যমে মিরর ও ফ্লাই ফ্লোরা থেকে কেনাকাটায় ক্রেতারা সকল পণ্যে যথাক্রমে ১৫% ও ৭% ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন। এছাড়াও, ওয়াকার আরএফএল - এ ক্রেতারা পাবেন ১০% ডিসকাউন্ট ও স্টাইল স্টোরে ৬০% পর্যন্ত ডিসকাউন্ট।
     
এখানেই শেষ নয়, উইনার ফ্যাশন এবং ইজ দিচ্ছে সকল পণ্যে ১৫ শতাংশ ফ্ল্যাট ডিসকাউন্ট। ইজ থেকে ক্রেতারা ১ হাজার টাকা কেনাকাটায় সেলার ভাউচার পাবেন, তারা ১শ’ টাকা ছাড় সুবিধা উপভোগ করবেন। অসাধারণ এ ডিসকাউন্ট অফার উপভোগে ক্রেতারা এখন দারাজে অর্ডার করার মাধ্যমে অসাধারণ অনলাইন শপিং অভিজ্ঞতা উপভোগ করবেন। দারাজের সাথে মাত্র কয়েকটি ক্লিকেই এখন দোরগোড়ায় এসে হাজির হবে আপনার পছন্দের পণ্যটি।

দারাজ
দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস দারাজ, অসংখ্য বিক্রেতাকে লক্ষাধিক ক্রেতাদের সাথে যুক্ত করেছে। একশো’রও বেশি ক্যাটাগরির প্রায় ১ কোটি ৯০ লাখের বেশি পণ্য কেনাকাটায় গ্রাহকদের তাৎক্ষণিক এবং সহজ সুবিধাদানের সাথে সাথে প্রতি মাসে ২০ লাখেরও বেশি পণ্য বিশ্বের সকল প্রান্তে পৌঁছে দিচ্ছে দারাজ। দারাজ তার গ্রাহকদের জন্য একইসাথে একটি বাজার, মার্কেটপ্লেস এবং কমিউনিটি। দারাজ উদ্যোক্তাদের জন্য বিশ্ববিদ্যালয়ের মতো, কেননা প্রতিষ্ঠানটি প্রতিমাসে ই-কমার্স সম্পর্কে ৫ হাজারেরও বেশি নতুন বিক্রেতাকে সচেতন করে তোলে। দারাজ বিভিন্ন লজিস্টিক চ্যালেঞ্জ কাটিয়ে উঠার লক্ষ্যে, বিশেষত তাদের ই-কমার্স অপারেশনগুলোকে মাথায় রেখে ‘দারাজ এক্সপ্রেস’ (ডেক্স নামে পরিচিত) নামক নিজেদের লজিস্টিক কোম্পানি গঠন করেছে। দারাজ বিদ্যমান এবং নতুন লজিস্টিক সরবরাহকারীদের ডিজিটালকরণে সহায়তা করছে। ২০১৮ সালে আলীবাবা গ্রুপ দারাজকে অধিগ্রহণ করে এবং ‘ডিজিটাল অর্থনীতির যুগে যেকোন স্থানে ব্যবসা সহজীকরণ’- এই লক্ষ্যের অংশ হিসেবে দারাজ গর্বের সাথে কাজ করে চলেছে। আলীবাবার অংশ হিসেবে, দারাজ বাজারে তার প্রতিষ্ঠানগত উন্নয়নে আলীবাবার নেতৃত্ব এবং প্রযুক্তি, অনলাইন বাণিজ্য, মোবাইল পেমেন্ট এবং লজিস্টিকের অভিজ্ঞতাকে ব্যবহার করছে।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)