ঈদুল আজহা উপলক্ষে রিয়েলমি’র ‘গ্র্যান্ড ঈদ ফেস্ট’
নিজস্ব প্রতিবেদক: এবারের ঈদুল আজহাকে উৎসবমুখর করতে তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি ক্রেতাদের জন্য আকর্ষণীয় অফার নিয়ে এসেছে। ঈদ উপলক্ষে দারাজের প্ল্যাটফর্ম থেকে ক্যুপন ক্রয় করে তা দিয়ে পণ্য কিনলে ক্রেতারা ৯ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। ‘রিয়েলমি গ্র্যান্ড ফেস্ট ইন দারাজ’ শীর্ষক ক্যাম্পেইনটি গত ২২ জুন শুরু হয়েছে, যা চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।
ক্যাম্পেইন চলাকালীন সময়ে ক্রেতারা কিনতে পারবেন রিয়েলমি সি২৫ওয়াই (৪জিবি র্যাম/৬৪জিবি রম), রিয়েলমি নারজো ৫০আই (৪জিবি র্যাম/৬৪জিবি রম), রিয়েলমি সি১১ (২জিবি র্যাম/৩২জিবি রম), রিয়েলমি নারজো ৫০, রিয়েলমি সি৩৫, রিয়েলমি ৮ ফাইভজি (৮জিবি র্যাম/১২৮জিবি রম), সি২৫এস (৪জিবি র্যাম/১২৮জিবি রম), রিয়েলমি সি২১ ওয়াই (৩জিবি র্যাম/৩২জিবি রম), রিয়েলমি সি১১ (৪জিবি র্যাম/৬৪জিবি রম), ৮ (৮জিবি র্যাম/১২৮ জিবি রম), রিয়েলমি ৯আই (৬জিবি র্যাম/১২৮জিবি রম), রিয়েলমি ৯আই (৪ জিবি র্যাম/৬৪জিবি রম), রিয়েলমি সি২১ওয়াই (৪জিবি র্যাম/৬৪জিবি রম), রিয়েলমি সি৩১, রিয়েলমি জিটি মাস্টার এডিশন (৮জিবি র্যাম/১২৮জিবি রম), রিয়েলমি জিটি নিও ২ (৮জিবি র্যাম/১২৮জিবি রম) ও রিয়েলমি ৯ । বিস্তারিত জানতে: https://click.daraz.com.bd/e/_7nwl6
এ আকর্ষণীয় অফারগুলো ছাড়াও, ক্রেতারা নির্ধারিত ব্যাংক কার্ড ও এমএফএস এর মাধ্যমে পেমেন্ট পরিশোধের ক্ষেত্রে অতিরিক্ত প্রি-পেমেন্ট ছাড় সুবিধা পাবেন; পাশাপাশি, তারা শূন্য শতাংশ (০%) ইন্টারেস্টে ১২ মাস পর্যন্ত ইএমআই সুবিধা পাবেন। অন্যদিকে, আগ্রহী ক্রেতারা বাংলাদেশের যে কোন জায়গায় দ্রুততম সময়ের মধ্যে বাসায়/অফিসে পণ্য ডেলিভারি পাবেন এবং একইসঙ্গে তারা অফিশিয়াল ব্র্যান্ড ওয়্যারেন্টি সুবিধাও উপভোগ করতে পারবেন।
রিয়েলমি:
ই-কমার্সের বিস্তৃত প্রেক্ষাপটে দৃঢ় পারফরমেন্স এবং ট্রেন্ডি ডিজাইন সরবরাহকারী ডিভাইস হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ২০১৮ সালের মে মাসে রিয়েলমি প্রতিষ্ঠিত হয়েছিল। রিয়েলমির বিভিন্ন পণ্য প্রবর্তনের সাথে সাথে তাদের ‘পাওয়ার’ এবং ‘স্টাইল’ এর জন্য ব্যাপক স্বীকৃতি অর্জন করেছে। ভারতে রিয়েলমি দীপাবলির সময় ৩ দিনের মধ্যে ১ মিলিয়ন মোবাইল ফোন বিক্রি রেকর্ড গড়েছিল। রিয়েলমি দক্ষিণ-পূর্ব এশিয়ার লাজাদার বিক্রির রেকর্ডও ভেঙে এই প্ল্যাটফর্মের মোবাইল ফোন বিভাগে ১ নম্বর ব্র্যান্ডে পরিণত হয়েছিল। চীন, ভারত, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তান, মিশর ইত্যাদির মতো খুব অল্প সময়ের মধ্যেই রিয়েলমি ৬১টিরও বেশি দেশের বাজারে প্রবেশ করেছে। ফেব্রুয়ারি ২০২০, রিয়েলমি বাংলাদেশের বাজারে প্রবেশ করেছে। রিয়েলমি শক্তিশালী পারফরম্যান্স, আড়ম্বরপূর্ণ ডিজাইন, আন্তরিক পরিষেবাগুলো সরবরাহ এবং স্মার্টফোনের আরও সম্ভাবনা অন্বেষণ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন:
নাবিল ইকবাল
প্রোজেক্ট ম্যানেজার, রিয়েলমি
ইমেইলঃ nabiq19@gmail.com
বিনিয়োগবার্তা/ডিএফই//