337

সম্মাননা পেল আই নেক্সট পিআর

নিজস্ব প্রতিবেদক: মিডিয়া কভারেজ, ব্র্যান্ডিং, সরবরাহকারি ও বিজ্ঞাপন সংস্থা বিষয়ক প্রতিষ্ঠান ‘আই নেক্সট পিআর’ সম্মাননা পেয়েছে।

শনিবার (১ জুলাই) রাজধানীর তোপখানা রোডস্থ এশিয়া হোটেল অ‍্যান্ড রিসোর্টে বার্তা প্রবাহের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন- এশিয়ান টিভির চেয়ারম্যান ও এশিয়ান গ্রুপ অব কোম্পনীর চেয়ারম্যান মো. হারুন উর রশিদ। এতে আই নেক্সট পিআর- i Next PR এর প্রধান পরিচালন কর্মকর্তা (COO) আয়শা জাহান অনু সম্মাননা গ্রহণ করেন।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কোম্পানির ব‍্যবস্থাপনা পরিচালক, বার্তা প্রবাহের প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ মনির হোসেন কাজী। এতে অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব ও আই নেক্সট লিমিটেডের চেয়ারম্যান শিকদার -নূর-ই আলম সিদ্দিকী মুরাদ, পরিচালক মু. জোনায়েদসহ অন‍্যরা উপস্থিত ছিলেন। 

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)