Photo_EPGL

বন্যা দুর্গতদের সহযোগিতায় এনার্জিপ্যাক পরিবার

নিজস্ব প্রতিবেদক: সিলেটের বন্যা দুর্গত ও আটকে পড়া মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছে এনার্জিপ্যাক পরিবার। 

শনিবার (০২ জুলাই) বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের মাধ্যমে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের (ইপিজিএল) কর্মীরা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ায়। 

সাম্প্রতিক এ বন্যায় বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পর এসব পরিবারের জন্য সাহায্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সিলেট-সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত এমন  ৪শ’ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে এনার্জিপ্যাক পরিবার। 

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন পাওয়ার ও এনার্জি ডিভিশন’র সিবিও মোহাম্মদ মাসুম পারভেজ, এইচআরএডি’র সিনিয়র ম্যানেজার মো. ফয়সাল পারভেজ, হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্ট’র সিনিয়র ম্যানেজার মো. ইমরান আজিম সহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মীবৃন্দ। কর্মীদের পাশাপাশি কোম্পানি ম্যানেজমেন্টও বন্যা দুর্গত মানুষের সহযোগিতায় এগিয়ে আসে। 

দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড সব সময় মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানোর চেষ্টা করে। ইপিজিএল’র প্রত্যাশা সিলেট ও পার্শ্ববর্তী জেলাগুলোতে দ্রুত ও কার্যকরভাবে বন্যা দুর্গতদের পুনর্বাসন করা হবে।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)