PR Narzo 50 New Variant with Eid and bottle

ঈদে রিয়েলমি নিয়ে এলো বিভিন্ন ভ্যারিয়েন্টের আকর্ষণীয় সব স্মার্টফোন

নিজস্ব প্রতিবেদক: তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি ঈদুল আজহার খুশিকে আরও বাড়িয়ে দিতে গ্রাহকদের জন্য নিয়ে এসেছে নাম্বার সিরিজ, সি সিরিজ, নারজো সিরিজ ও জিটি সিরিজ থেকে আকর্ষণীয় সব স্মার্টফোন। যেসব গ্রাহক ২০,০০০ টাকার মধ্যে ডিভাইস খুঁজছেন, তাদের জন্য আছে এন্ট্রি-লেভেল ফোন রিয়েলমি সি১১ ২০২১, নারজো ৫০আই, সি২৫ওয়াই, সি৩১, সি২৫এস ও বাজারে নতুন আসা স্টাইলিশ সি৩৫। ২০,০০০ থেকে ২৭,০০০ টাকার মধ্যে গ্রাহকরা পাবেন রিয়েলমি ৯আই, রিয়েলমি ৮ ও ১০৮ মেগাপিক্সেল ক্যামেরাসহ বাজারে নতুন আসা রিয়েলমি ৯ ফোরজি। যেসব গ্রাহক আরেকটু উন্নত স্মার্টফোন (ফ্লাগশিপ) ব্যবহার করতে চান তাদের জন্য রয়েছে জিটি মাস্টার এডিশন ও জিটি নিও ২। 

ঈদ পর্যন্ত যেকোনো রিয়েলমি স্মার্টফোন কিনলে গ্রাহকরা স্পেশাল রিয়েলমি স্পোর্টস ওয়াটার বোতল পাবেন। এছাড়া রিয়েলমি সম্প্রতি বাজারে নিয়ে এসেছে নারজো ৫০ এর ৬ জিবি/১২৮ জিবি ভ্যারিয়েন্ট, ভ্যাট ছাড়া যার দাম পড়বে মাত্র ২১,৯৯৯ টাকা।

তরুণ প্রজন্ম কেন্দ্রিক এই স্মার্টফোন ব্র্যান্ডটি গ্রামীণফোন আয়োজিত ‘ঈদ ডিভাইস ফেয়ার @জিপিসেন্টার’ শীর্ষক ফোরজি স্মার্টফোন মেলায় অংশ নিচ্ছে। ১৬ জুলাই পর্যন্ত এই মেলা চলবে। ঈদকে সামনে রেখে আয়োজিত এ মেলায় পাওয়া যাবে রিয়েলমি সি সিরিজ ও নাম্বার সিরিজের বিভিন্ন ফোরজি ডিভাইস। এছাড়া, এই মেলা থেকে প্রতিটি ডিভাইস কেনার পরপরই গ্রাহকরা পাবেন গ্রামীণফোনের পক্ষ থেকে আকর্ষনীয় অফার। মেলা থেকে ফোরজি স্মার্টফোন কিনলে গ্রামীণফোনের পক্ষ থেকে গ্রাহকরা পাবেন ১ বছরের জন্য ১২ জিবি ফ্রি ইন্টারনেট (প্রতি মাসে ১ জিবি করে)।  

উল্লেখ্য যে, রিয়েলমি আগামী ৩ বছরের মধ্যে তরুণ ব্যবহারকারীদের কাছে ১০ কোটি ফাইভজি ফোন সরবরাহের লক্ষ্যে ফাইভজি পণ্যের এক বিস্তৃত পোর্টফলিও তৈরিতে কাজ করছে। রিয়েলমি তাদের উন্নত ‘১+৫+টি’ কৌশলের সাথে এআইওটি ২.০ বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে। এর ফলে সাশ্রয়ী মূল্যের ফাইভজি ফোন ছাড়াও রিয়েলমি তরুণ প্রজন্মের ক্রেতাদের জন্য আরও অনেক এআইওটি পণ্য বাজারে নিয়ে আসবে। 

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন:
নাবিল ইকবাল 
প্রোজেক্ট ম্যানেজার, রিয়েলমি 
ইমেইলঃ nabiq19@gmail.com

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)