Photo_OPPO Bangladesh Reduces Price of Two of Its Stunning Smartphones This Eid (2)

ঈদ উপলক্ষে অপো’র দু’টি ডিভাইসে মূল্য ছাড়

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল আজহাকে উৎসবমুখর করতে অপো বাংলাদেশ এর ক্রেতাদের জন্য সম্প্রতি অপো এ১৬ (৩জিবি+৩২জিবি) এবং অপো এ৭৬ ডিভাইস দু’টিতে মূল্য ছাড়ের ঘোষণা দিয়েছে। 

ঈদ উৎসব উদযাপনে বাড়তি মাত্রা যোগ করতে অপো বাংলাদেশ এর ক্রেতাদের জন্য অসাধারণ ফিচারসমৃদ্ধ দু’টি ডিভাইসের মূল্য হ্রাস করেছে, যা ক্রেতাদের স্মার্টফোন ব্যবহারের বিষয়টিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। এ অফারের আওতায়, ক্রেতারা অপো এ১৬ (৩জিবি+৩২জিবি) ডিভাইসটি ১৪,৪৯০ টাকার পরিবর্তে ১৩,৪৯০ টাকায় ক্রয় করতে পারবেন! এছাড়াও, ক্রেতারা অপো এ৭৬ ডিভাইসটি ২২,৯৯০ টাকার পরিবর্তে ২০,৯৯০ টাকায় কিনতে পারবেন।   

বর্তমানে ক্রেতাদের পরিবর্তিত জীবনধারায় বাড়তি মাত্রা যোগ করতে অপো এ১৬ (৩জিবি+৩২জিবি) ডিভাইসটিতে কুল থ্রিডি স্লিক ও মেটালিক ডিজাইন ব্যবহার করা হয়েছে। এ ডিভাইসটিতে এআই ট্রিপল ক্যামেরা ও এআই বিউটিফিকেশন ফিচার রয়েছে, যা দিয়ে চমৎকার ছবি তুলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনায়াসেই শেয়ার করা যাবে। এছাড়াও, এ ডিভাইসটিতে কালারওএস ১১.১, ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি, এইচডি+আই-কেয়ার ডিসপ্লে ও অন্যান্য অসাধারণ ফিচার রয়েছে।  

অন্যদিকে, অপো এ৭৬ ডিভাইসে রয়েছে পাঞ্চ-হোল ডিসপ্লে, অপো গ্লো ডিজাইন, ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি সহ অনন্য অনেক ফিচার রয়েছে। এ দু’টি ডিভাইসই ক্রেতাদের স্মার্টফোন ব্যবহারের অসাধারণ অভিজ্ঞতা দিবে। তাই, ক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করে ডিভাইস দু’টিতে মূল্য ছাড়ের ঘোষণা দিয়েছে অপো।  

মূল্য ছাড়ের ঘোষণা ছাড়াও, স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য অপো এক্সক্লুসিভ ঈদ ক্যাম্পেইন চালু করেছে। এ ক্যাম্পেইন চলাকালীন সময়ে, অপো এ১৬ই, অপো এ১৬, অপো এ৫৪, অপো এ৭৬, অপো এ৯৫, অপো এফ২১ প্রো ও অপো এফ২১ প্রো ফাইভজি ডিভাইস ক্রয় করলে ক্রেতারা সুজুকি মোটরবাইক জেতার সুযোগ পাবেন। এ ক্যাম্পেইনে লটারির মাধ্যমে বেছে নেয়া ভাগ্যবান বিজয়ীদের জন্য থাকছে বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্সেস সামগ্রী। এর মধ্যে রয়েছে রেফ্রিজারেটর, মাইক্রোওয়েভ ওভেন ও কফি মেকার। এছাড়াও, এ ক্যাম্পেইনে ক্রেতাদের জন্য থাকছে এনকো ডব্লিউ১১ টিডব্লিউএস হেডফোন, পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক, ইন্টারনেট ডাটা বান্ডেল ও ১৫ শতাংশ অতিরিক্ত সোয়াপ এক্সচেঞ্জ অফার সুবিধা। এ ছাড়াও, অপো এফ২১ প্রো সিরিজের (অপো এফ২১ প্রো অথবা এফ২১ প্রো ফাইভজি) ডিভাইস ক্রয়ে ক্রেতারা নিশ্চিতভাবে আকর্ষণীয় পুরস্কারসহ গিফট বক্স পাবেন।   

অপো সম্পর্কে
বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো। ২০০৮ সালে তাদের প্রথম মোবাইল ফোন 'স্মাইলি ফেস' উন্মোচনের পর থেকে গ্রাহকদের নান্দনিক ও উদ্ভাবনী প্রযুক্তির মিশেলে তৈরি ডিভাইস সরবরাহের জন্য নিবেদিতভাবে কাজ করছে অপো। বর্তমানে অপো ফাইন্ড এক্স ও রোনো সিরিজসহ বিস্তৃত পরিসরের স্মার্ট ডিভাইস বাজারে নিয়ে আসছে। ডিভাইসের পাশাপাশি, অপো তাদের গ্রাহকদের জন্য অপো ক্লাউড এবং অপো+ এর মতো কালারওএস অপারেটিং সিস্টেম ও ইন্টারনেট সেবা প্রদান করছে। বিশ্বের ৫০টিরও বেশি দেশ এবং অঞ্চলে অপো তাদের কার্যক্রম পরিচালনা করছে। বিশ্বব্যাপী গ্রাহকদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে অপো'র ৪০,০০০ হাজারেরও বেশি কর্মী কর্মরত আছেন।  

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)