50_1

বাংলালিংক-ল্যাবএইড হাসপাতালের মধ্যে চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল পরিষেবা প্রতিষ্ঠান বাংলালিংক সম্প্রতি ল্যাবএইড স্পেশালাইজড হসপিটাল এবং ল্যাবএইড ক্যান্সার হসপিটাল ও সুপার স্পেশালিটি সেন্টারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। বাংলালিংকের অরেঞ্জ ক্লাব সদস্যদের ল্যাবএইডের স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় সুবিধার জন্য এ চুক্তি স্বাক্ষর হয়। বাংলালিংকের চিফ হিউমেন রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ এবং ল্যাবএইডের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট অমিতাভ ভট্টাচার্য নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলালিংকের কাস্টমার লাইফ সাইকেল ডিরেক্টর রফিক আহমেদ, লয়্যালটি প্রোগ্রাম সিনিয়র ম্যানেজার জাইন জামান, হেড অব প্রপার্টিজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার মোহাম্মদ মুজতবা সিরাজ, লয়্যালটি পার্টনারশিপ ম্যানেজার রাবিতা জাহান প্রিয়তা, ল্যাবএইডের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (সেলস) মোহাম্মদ এরশাদুল হক, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (করপোরেট মার্কেটিং) মো. আল হাসিব এবং ডেপুটি ম্যানেজার অ্যান্ড ইনচার্জ (হেলথ চেকআপ অ্যান্ড করপোরেট সার্ভিসেস) মো. জাহিদুর রহমান। 

বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা ল্যাবএইড স্পেশালাইজড হসপিটাল এবং ল্যাবএইড ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারে প্যাথলজিক্যাল এবং বায়োকেমিস্ট্রি টেস্টের ক্ষেত্রে ২০ শতাংশ এবং এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই, আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, ইকো ও ইটিটি টেস্টের ওপর ১০ শতাংশ ছাড় পাবেন। এই ছাড় ল্যাবএইড কার্ডিয়াক হসপিটাল অথবা ল্যাবএইড হসপিটালে ভর্তি রোগীদের জন্য প্রযোজ্য নয়। তবে ল্যাবএইড কার্ডিয়াক হসপিটাল অথবা ল্যাবএইড স্পেশালাইজড হসপিটালে রোগীদের ভর্তি থাকাকালে বেড চার্জে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে। 

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)