RBL_8030

ব্যয় সংকোচনে রূপালী ব্যাংকের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক মূল্যস্ফীতির প্রেক্ষাপটে সরকারের নির্দেশনার প্রেক্ষিতে ব্যয় সংকোচনে নানা উদ্যোগ গ্রহন করেছে রূপালী ব্যাংক লিমিটেড। 

বৃহস্পতিবার (২১.০৭.২০২২) ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদের সভাপতিত্বে ব্যাংকের ৩য় তলায় সরকারের ব্যয় সংকোচন নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভায় বিদ্যুৎ ও জ্বালানীর ব্যবহার যথাক্রমে ২৫ ও ২০ শতাংশ কমিয়ে আনা, যানবাহন ক্রয় না করা এবং সকল সভা ও প্রশিক্ষণ কর্মশালা ভার্চ্যুয়ালি করাসহ বেশ কিছু পদক্ষেপ গ্রহন করা হয়েছে। অত্যাবশ্যক না হলে কর্মকর্তাদের বিদেশ ভ্রমনেও নিষেধাজ্ঞা জারী করা হয়। 

এ সময় এমডি বিদ্যুৎ, জ্বালানী ও পানি থেকে শুরু করে সকল খাতে মিতব্যয়ী হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।   

এতে ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর, মো. শওকত আলী খান ও খান ইকবাল হোসেন, জিএম পারসুমা আলম, গোলাম মরতুজা, কাজী আবদুর রহমান, মো. হারুনুর রশীদ, কাজী ওয়াহিদুল ইসলাম ও ফয়েজ আলমসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//


Comment As:

Comment (0)