বিএসইসি

এসএমই প্লাটফর্মে লেনদেন করতে লাগবে ৩০ লাখ টাকার বিনিয়োগ

নিজস্ব প্রতিবেদক: এসএমই খাতে কোয়ালিফাইড ইনভেস্টরদের পুঁজিবাজারে বিনিয়োগের সর্বনিম্ন সীমা ৩০ লাখ টাকা নির্ধারণ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগে এই সীমা সর্বনিম্ন ২০ লাখ টাকা ছিল।

বুধবার (২৭ জুলাই) বিএসইসির নিয়মিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি এসএমই মার্কেটে বিনিয়োগকারীদের অংশগ্রহন বাড়াতে কোয়ালিফাইড ইনভেস্টর হওয়ার জন্য শেয়ারবাজারে ৫০ লাখ টাকা থেকে কমিয়ে ২০ লাখ টাকায় বিনিয়োগ নামিয়ে আনে বিএসইসি।

কিন্তু এবার ইনভেস্টরদের পোর্টফোলিওতে ৩০ লাখ টাকা বিনিয়োগ সীমা নির্ধারণ করেছে কমিশন।

বিজ্ঞপ্তিতে বিএসইসি জানায়, আগামী ১ নভেম্বর থেকে এ নির্দেশ কার্যকর হবে। ওইদিন যেসব ইনভেস্টরদের পোর্টফোলিওতে ৩০ লাখ টাকার কম থাকবে তারা এসএমই খাতে লেনদেন করতে পারবেন না। আর এসএমই খাতে নতুন কেউ লেনদেন করতে চাইলে ২৮ জুলাই থেকেই তাদের পোর্টফোলিওতে ৩০ লাখ টাকার বিনিয়োগ থাকতে হবে।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)