Photo_galaxy-unpacked_August_2022

প্রযুক্তি ক্ষেত্রে উদ্ভাবন আর বিষ্ময় নিয়ে আসছে স্যামসাং ‘গ্যালাক্সি আনপ্যাকড’

নিজস্ব প্রতিবেদক: সকল জল্পনা-কল্পনা এবং গুজবের অবসান ঘটিয়ে অবশেষে আগামী ১০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গ্যালাক্সি আনপ্যাকড’! এবারের এ আয়োজনে নিজেদের যুগান্তকারী স্মার্টফোন এবং ওয়ারেবল গেজেট উন্মোচন করতে চলেছে স্যামসাং। অনুষ্ঠানটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় (কোরিয়ার সময় রাত ১০টা) স্যামসাং নিউজরুম, স্যামসাং ডট কম এবং স্যামসাংয়ের ইউটিউব চ্যানেল থেকে একযোগে সম্প্রচার করা হবে।  

স্যামসাং সম্প্রতি এ বিষয়ের ওপর একটি টিজার প্রকাশ করেছে যেখানে দেখানো হয়েছে, এই আয়োজনের মূল আকর্ষণ হতে পারে ফোল্ডেবল ডিভাইসগুলো। যদিও টিজারে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি, শুধু একটি ফ্লিপড ফোনের সাইড প্রোফাইল দেখানো হয়েছে, যা ইতোমধ্যেই প্রযুক্তি বিশ্বে আলোড়ন তুলেছে।  

স্যামসাং মোবাইলের হেড অব মোবাইল মো. মুয়ীদূর রহমান বলেন, “স্যামসাং সবসময়ই এর ডিভাইস উদ্ভাবনী ডিজাইন দুর্দান্ত পারফরমেন্স নিয়ে আত্মবিশ্বাসী। গত বছর আমরা আমাদের গ্রাহকদের কাছ থেকে অপ্রত্যাশিত সাড়া পেয়েছি; যেখানে, গ্যালাক্সি জেড সিরিজের হ্যান্ডসেটের প্রি-অর্ডার লটের সবগুলো ২৪ ঘণ্টারও কম সময়ে বিক্রি হয়ে গিয়েছিলো। আমাদের প্রত্যাশা, গত বছরের মতো এবারও আমরা আমাদের ক্রেতাদের স্মার্টফোনের অভিজ্ঞতাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবো।”

২০২২ -এর গ্যালাক্সি আনপ্যাকড অনুষ্ঠানটি স্যামসাংপ্রেমী এবং যারা স্যামসাংয়ের অন্যান্য স্মার্টফোনের বাইরে নতুন গ্যাজেটের খোঁজ করছেন তাদের জন্য চমকপ্রদ অভিজ্ঞতা দিবে।    

স্যামসাং
টেলিভিশন ও রেফ্রিজারেটরের ক্ষেত্রে বৈশ্বিকভাবে এক নম্বর ব্র্যান্ড স্যামসাং ইলেক্ট্রনিকস। রূপান্তরমূলক ধারণা ও প্রযুক্তির মাধ্যমে স্যামসাং ইলেকট্রনিক্স বিশ্বব্যাপী অনুপ্রেরণামূলক এবং অগ্রগতির কাজ করছে। প্রতিষ্ঠানটি টিভি, স্মার্টফোন, ওয়্যারেবল ডিভাইস, ট্যাবলেট, ক্যামেরা, ডিজিটাল অ্যাপ্লায়েন্স, মেডিকেল ইকুইপমেন্ট, নেটওয়ার্ক সিস্টেম, সেমিকন্ডাক্টর এবং এলইডি সল্যুশনের ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখেছে। এ সংক্রান্ত প্রাসঙ্গিক খবরের জন্য অনুগ্রহ করে স্যামসাং নিউজরুম ভিজিট করুন: news.samsung.com

বিস্তারিত জানতে ভিজিট করুন: ওয়েবসাইট: www.samsung.com/bd
ফেসবুক (স্থানীয়): www.facebook.com/SamsungBangladesh

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)