লংকাবাংলা ও জেনাক্স হেলথের মধ্যে সমঝোতা চুক্তি
নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি লংকাবাংলা ফাইন্যান্স লিঃ এর হেড অফ রিটেইল বিজনেস, খোরশেদ আলম এবং জেনাক্স হেলথ লিমিটেড এর সি.ও.ও, পারভেজ আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।
চুক্তির মাধ্যমে লংকাবাংলার ক্রেডিট কার্ড ব্যবহারকারীগণ জেনাক্স হেলথ লিমিটেড থেকে স্বাস্থ্য পরিষেবা নেয়ার ক্ষেত্রে ২০% ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।
অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্স এর হেড অফ কার্ডস, মোঃ মিনহাজ উদ্দিন, স্ট্রাটেজিক বিজনেস এলায়েন্স ম্যানেজার, মোঃ আব্দুল জলিল খান এবং জেনাক্স হেলথ লিমিটেড এর হেড অফ বি টু বি, পার্টনারশিপ এবং লয়ালিটি, খালিদ হোসাইনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/ডিএফই//