Picture--I--

বীমা দাবীর ২৪ কোটি ৪১ লাখ টাকা পরিশোধ করলো পপুলার লাইফ

নিজস্ব প্রতিবেদক: ৭,৪৬৮ জন বীমা গ্রাহকের বীমা দাবীর মোট ২৪,৪১,৬৮,১৮৯/- ((চব্বিশ কোটি একচল্লিশ লক্ষ আটষট্টি হাজার একশত উননব্বই) টাকার চেক হস্তান্তর করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

এ উপলক্ষে আয়োজিত একটি আলোচনা সভা ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী। 

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ভার্চুয়ালী সংযুক্ত হন বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন। 

কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব আবদুল্যাহ হারুন পাশা, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) মইনুল ইসলাম, সদস্য (লাইফ) কামরুল হাসান ও সদস্য (নন-লাইফ) মোঃ নজরুল ইসলাম, নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী। 

অনুষ্ঠান পরিচালনা করেন কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক সচিব ও কোম্পানীর সিনিয়র কনসালট্যান্ট মোঃ আনিস উদ্দিন মিঞা, সাবেক অতিরিক্ত সচিব ও কোম্পানীর সিনিয়র কনসালট্যান্ট মোঃ সিরাজুল হায়দার এনডিসি, সাবেক প্রধান বীমা নিয়ন্ত্রক (ইনচার্জ) ও কোম্পানীর সিনিয়র কনসালট্যান্ট রায় দেবদাস, কোম্পানীর সিনিয়র কনসালট্যান্ট ও কর্ণেল (অবঃ) আহসান আজিজ পিএসসি, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নন্দন ভট্টাচার্য ও মোস্তফা হেলাল কবির, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, মোঃ নওশের আলী নাঈম, মোঃ আবু তাহের, ফিরোজ ইফতেখার, মোঃ হাবিবুর রহমান, মোঃ বশিরুল ইসলাম ও ইমাদ উদ্দিন আহমেদ প্রিন্স, ডিএমডি মোঃ কামাল হোসেন মহসিন, মোঃ খলিলুর রহমান দুলাল, সৈয়দ সুলতান মাহমুদ ও সিএফও এরশাদ আলী হিরু এবং কোম্পানীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। 

উল্লেখ্য, কোম্পানী এ পর্যন্ত ৩৮,৫২,৯০৩ জন গ্রাহককে ৫ হাজার ২৩৯ কোটি ৬ লক্ষ ৫২ হাজার টাকা বীমা দাবী পরিশোধ করেছে।

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//


Comment As:

Comment (0)