জাতির পিতার শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে ইসলামী ব্যাংকের খাদ্য বিতরণ
নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে এতিম ও দরিদ্রদের মধ্যে খাদ্য বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ আগস্ট, ২০২২) জামি’আ দারুল উলুম মতিঝিল মাদ্রাসায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।
এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, মোঃ ওমর ফারুক খান ও জে. কিউ. এম. হাবিবুল্লাহ, এফসিএস, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাকসুদুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান ভুঁইয়া ও মাদ্রাসার মুহতামিম মাওলানা রফিক আহমেদ।
এছাড়া অনুষ্ঠানে ব্যাংকের উর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/ডিএফই//