ব্র্যাক ব্যাংকের ‘তারা’ গ্রাহকদের বিশেষ সুবিধা দেবে ওয়ান্ডার ওম্যান
নিজস্ব প্রতিবেদক: নারী কেন্দ্রিক ট্র্যাভেল কোম্পানি ‘ওয়ান্ডার ওম্যান’-এর সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।
চুক্তির অধীনে উইমেন ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’ (‘TARA’) ডেবিট ও ক্রেডিট কার্ডের গ্রাহকরা ওয়ান্ডার ওম্যান-এর কাছ থেকে বিনামূল্যে একটি ভ্রমণ কনসালটেশন সার্ভিস উপভোগ করবেন। সাথে সার্ভিস চার্জে ১০% ছাড়, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ভ্রমণে ৭% পর্যন্ত ছাড় এবং ওয়ান্ডার ওম্যান সামগ্রীতে ১০% ছাড় পাবেন৷
ব্র্যাক ব্যাংক-এর মাস্টার কার্ড ‘তারা’ ওয়ার্ল্ড ক্রেডিট কার্ডের গ্রাহকরা ওয়ান্ডার ওম্যান ট্রাইব কার্ডে ২৫% ছাড় পাবেন। ‘তারা’ গ্রাহকেরাও এই চুক্তির অধীনে ‘ওয়ান্ডার ওম্যান’-এর থেকে ইএমআই সুবিধা পাবেন। স্টুডেন্ট সেগমেন্টের জন্য ‘তারা’ আগামী সেভারস অ্যাকাউন্টের সাথে ৫০০ টাকার একটি ভাউচারও দেওয়া হবে। এই অফারটি ২০২৩ সালের আগস্ট পর্যন্ত পাওয়া যাবে। এর পাশাপাশি ব্র্যাক ব্যাংক ‘তারা’ এবং ওয়ান্ডার ওম্যান যৌথভাবে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে নারীদের নেটওয়ার্কিংও সক্ষমতা উন্নয়নে কাজ করবে।
ওয়ান্ডার ওম্যান ২০১৭ সালে প্রতিষ্ঠিত একটি পুরস্কারবিজয়ী নারী-কেন্দ্রিক ট্র্যাভেল কোম্পানি। এই প্ল্যাটফর্মটি বর্তমানে ফেসবুক ও ইন্সটাগ্রামে সক্রিয়। এটি সারা বিশ্বের ৫০,০০০ এর বেশি বাংলাদেশি নারী ভ্রমণ উৎসাহীদের একটি প্ল্যাটফর্মের অধীনে নিয়ে এসেছে।
৪ আগস্ট ২০২২-এ ব্র্যাক ব্যাংক-এর প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ান্ডার ওম্যান-এর ফাউন্ডার ও সিইও সাবিরা মেহরিন সাবা; ব্র্যাক ব্যাংক-এর হেড অব উইমেন ব্যাংকিং – ‘তারা’ ও স্টুডেন্ট ব্যাংকিং – ‘আগামী’ মেহরুবা রেজা এবং প্রোডাক্ট ম্যানেজার, উইমেন ব্যাংকিং সেগমেন্ট ‘TARA’ মিস শুভধ্বনি পালসহ অন্যান্য কর্মকর্তারা।
বিনিয়োগবার্তা/ডিএফই//