কমওয়ার্ড-এ আবারও এশিয়াটিক থ্রি-সিক্সটি’র জয়জয়কার
নিজস্ব প্রতিবেদক: অনুষ্ঠিত হয়ে গেল দেশের মার্কেটিং খাতে সৃষ্টিশীল কাজের সম্মান ও স্বীকৃতির আসর কমওয়ার্ড-এর ১১তম আয়োজন। তাতে আরো একবার কম্যুনিকেশন ও অ্যাডভার্টাইজিংয়ের জগতে স্বীকৃতি অর্জনের চমৎকার অনুকরণীয় দৃষ্টান্ত রেখেছে এশিয়া থ্রি-সিক্সটি। গ্রুপ হিসেবে সর্বোচ্চ মোট ৩৭টি পুরস্কার জিতে নিয়েছে তারা। এর মধ্যে এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড একক প্রতিষ্ঠান হিসেবে পুরো ইন্ডাস্ট্রিকে ছাড়িয়ে জিতেছে ২৫টি পুরস্কার, যা ২০১৯ থেকে ২০২২ সালের এ-পর্যন্ত প্রতিটি মৌসুমেই ধারাবাহিকভাবে সর্বোচ্চ পুরস্কার জেতার এক নতুন রেকর্ড। মোট ২৫টি পুরস্কারের মধ্যে আছে ১২টি ব্রোঞ্জ, ৯টি সিলভার, ৩টি গোল্ড এবং একটি গ্রাঁ প্রি। একটি প্রতিষ্ঠানের এভাবে টানা সর্বোচ্চ পুরস্কার জিতে নেওয়া ইন্ডাস্ট্রিতে অত্যন্ত প্রশংসনীয় এবং সম্মানিত।
বছর জুড়ে কঠোর পরিশ্রম, মেধা ও সৃজনশীলতার মাধ্যমে সম্পন্ন কাজগুলোর স্বীকৃতি পেয়ে এশিয়াটিক থ্রি-সিক্সটি পরিবার গর্বিত। সেইসাথে মূল্যবান ক্লায়েন্টদের প্রতিও তাদের আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞ।
১৩ আগস্ট ২০২২ তারিখে ঢাকার হোটেল শেরাটনে বর্ণাঢ্য পুরস্কার ঘোষণা অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় কম্যুনিকেশন সামিট। দিনব্যাপী ‘ক্রিয়েটিভিটি ইন চ্যালেঞ্জিং টাইমস’ থিমের ১১তম কম্যুনিকেশন সামিটে ক্রিয়েটিভ এবং মার্কেটিং জগতের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন স্থানীয় ও আন্তর্জাতিক মার্কেটিং বিশেষজ্ঞরা। ২০১১ সাল থেকে মার্কেটিং ও অ্যাডভার্টাইজিংয়ে দেশের সেরা কাজগুলোকে সম্মান জানাতে সামিটের পাশাপাশি এই কমওয়ার্ড আয়োজন করে পুরস্কার দিয়ে আসছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।
বিনিয়োগবার্তা/ডিএফই//