আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কনফারেন্স

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবোদক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের (এআইবিএল) এজেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২২ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৭ সেপ্টেম্বর) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য প্রদান করেন এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান ও উপব্যবস্থাপনা পরিচালক আবেদ আহাম্মদ খান।

এআইবিএল টাওয়ার সভাকক্ষে আয়োজিত কনফারেন্সে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপব্যবস্থাপনা পরিচালক এস এম জাফর, শাব্বির আহমেদ, মোঃ শফিকুর রহমান, সৈয়দ মাসুদুল বারী, মোঃ মাহ্মুদুর রহমান, মোহাম্মদ নাদিম এবং মোঃ আবদুল্লাহ আল মামুন। 

এ সময় ব্যাংকের শীর্ষ নির্বাহীগণ, জোনাল হেড এবং ৬৪৩টি আউটলেটের এজেন্ট অপারেশন ম্যানেজারগণ ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণ করেন। 

প্রধান অতিথির বক্তব্যে ফরমান আর চৌধুরী বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও আর্থিক সেবাপ্রত্যাশী জনসাধারণকে ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসতে আমরা ২০১৫ সালে এজেন্ট ব্যাংকিং সেবা চালু করি। 

আগস্ট-২০২২ পর্যন্ত এজেন্ট আউটলেটে মোট একাউন্ট সংখ্যা দাড়িয়েছে ৬ লক্ষ ৪৭ হাজার ৮৭২, ডিপোজিটের পরিমাণ ৩ হাজার ৪০৭ কোটি টাকা এবং রেমিট্যান্স এসেছে ১ হাজার ১২০ কোটি টাকা। দেশের অর্থনীতিতে প্রবৃদ্ধিতে এজেন্ট ব্যাংকিং সেবা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিনিয়োগবার্তা/কেএইচকে//


Comment As:

Comment (0)