ডিএসই’র ভারপ্রাপ্ত এমডির সাথে জিআরআই পরিচালকের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক: জিআরআই দক্ষিণ এশিয়ার পরিচালক ড. অদিতি হালদার ডিএসই-এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এম. সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ, এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (১৭ অক্টোবর, ২০২২) ডিএসই’র নিকুঞ্জ অফিসে এই সৌজন্য সাক্ষাৎ করেন।
ডিএসই’র নিকুঞ্জ অফিসে এ সময় ডিএসই’র পক্ষে আরও উপস্থিত ছিলেন প্রোডাক্ট ও মার্কেট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের প্রধান সাইয়িদ মাহমুদ জুবায়ের এবং সহকারী মহাব্যবস্থাপক কামরুন নাহার।
সৌজন্য সাক্ষাৎকালে ড. অদিতি হালদার বলেন, জিআরআই বাংলাদেশে বিশেষ করে ঢাকা স্টক এক্সচেঞ্জের মত অংশীদারের সাথে সহযোগিতা এবং কাজ করতে পেরে আনন্দিত। জিআরআই ও ডিএসই’র যৌথ উদ্যোগ পুঁজিবাজারের কোম্পানীসমূহ সাসটেইনিবিলিটি রিপোর্টিংয়ের বিষয়গুলো সম্পর্কে জানতে পারছে এবং এ বিষয়ক রিপোর্ট তৈরীতে আগ্রহ প্রকাশ করছে এবং অনেকে ইতোমধ্যে রিপোর্ট প্রকাশ করেছে।
ডিএসই’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এম. সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ, পুঁজিবাজারের কোম্পানিসমূহকে সাসটেইনিবিলিটি রিপোর্টিং প্রকাশের ব্যাপারে আরও উদ্বুদ্ধকরণে প্রয়োজনীয় সহায়তা ও উদ্যোগী হয়ে কাজ করার ব্যাপারে দিক নির্দেশনাসহ অন্যান্য বিষয়ে আলোচনা করেন।
বিনিয়োগবার্তা/ডিএফই//