148

ওমর সানীর জন্য ভিডিও পোস্ট করেছেন মৌসুমী

বিনোদন ডেস্ক: সেলিব্রিটি দম্পতি মৌসুমী এবং ওমর সানী বর্তমানে দুবাইতে আনন্দঘন মুহূর্ত উপভোগ করছেন। সেখান থেকে তারা সুন্দর ছবি ও ভিডিও পোস্ট করছেন।

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘বসন্ত বিকেল’। যেখানে অভিনয় করেছন ওমর সানী। ছবিটি দেখতে ভিডিও বার্তায় দর্শকদের উৎসাহিত করেছেন মৌসুমী। 

ভিডিওতে ঢালিউডের প্রিয়দর্শনী খ্যাত অভিনেত্রী বলেন, অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ওমর সানীর সর্বশেষ ছবি ‘বসন্ত বিকেল’। ঐ ছবিতে আমার স্বামীকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। ছবিটির গল্প অত্যন্ত চমৎকার, যা দর্শকদের হৃদয়ে স্পর্শ করবে। আমাকে সানী এই সিনেমার গল্পের কথা মাঝেমাঝেই বলতো।

তিনি আরো বলেন, ছবিতে অনেক নামকরা অভিনেতা রয়েছেন। আমি সবাইকে ছবিটি দেখার জন্য আমন্ত্রণ জানাই। আমি দেশে ফিরে প্রেক্ষাগৃহে ছবিটি দেখবো। ছবির পরিচালক এবং অভিনেতাদের জন্য শুভকামনা।

রফিক সিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ একটি প্রেমের ত্রিভুজ অবলম্বনে নির্মিত। শুক্রবার দেশের ১৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শিপন মিত্র ও হুমায়রা সুবাহ।

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)