চলে গেলেন প্রবীণ চলচ্চিত্র নির্মাতা সুরেশ জিন্দাল
বিনিয়োগবার্তা ডেস্ক: নয়াদিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ভারতের প্রবীণ চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক সুরেশ জিন্দাল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
২৬ নভেম্বর দুপুর ২টার দিকে দিল্লির লোধি শ্মশানে তাকে দাহ করা হবে বলে জানিয়েছে তাঁর পরিবার।
‘রজনীগন্ধা’, ‘কথা’ এবং সত্যজিৎ রায়ের ‘শাতরাঞ্জ কে খিলারি’র মতো চলচ্চিত্র নির্মাণের জন্য পরিচিত এই গুণী প্রযোজক। ভারতে প্যারালাল সিনেমাকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে একটি বড় ভূমিকা পালন করেছিলেন সুরেশ। তিনি সত্যজিৎ রায়ের সঙ্গে ‘মাই অ্যাডভেঞ্চারস দ্য মেকিং শাতরাঞ্জ কে খিলারি’ বইটি লিখেছেন।
এই নির্মাতার মৃত্যুতে তাঁর পরিবার আনুষ্ঠানিক বিবৃতি পাঠিয়েছে। বিবৃতিতে লেখা হয়েছে, ‘আমাদের হৃদয়ে চিরকাল এবং সর্বদা জীবিত থাকবেন সুরেশ জিন্দাল’।
সূত্র: টাইমস অফ ইন্ডিয়া
বিনিয়োগবার্তা/এসএল//