বিদেশি বিনিয়োগ বাড়াতে বহুজাতিক কোম্পানির সিইওদের সঙ্গে মোদীর বৈঠক
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারসহ ভারতে বিদেশি বিনিয়োগ বাড়াতে অ্যাপল, গুগল, অ্যাডোবির মতো বিশ্বখ্যাত বহুজাতিক কোম্পানি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এসব কোম্পানিকে ভারতে বিনিয়োগ করতে আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বৈঠকে বিশ্বের বড় বড় ২১টি কোম্পানির প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন। যাদের দখলে রয়েছে বিশ্বের সিংহভাগ ব্যবসা।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ মোদী তাদের সামনে বদলে যাওয়া ভারতকে তুলে ধরেন।
তিনি জানান, ভারতে ব্যবসার পথ সহজ করার জন্য সরকার সাত হাজারটি সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে। এখন ব্যবসায় প্রশাসনিক হস্তক্ষেপ কমেছে। এক করনীতি সারা দেশে চালু হয়েছে। এখনই সুযোগ ভারতে বহুজাতিক কোম্পানির ভারতে ব্যবসা বাড়ানোর।
মোদী জানান, গত ৩ বছরে সবচেয়ে বেশি বিদেশি বিনিয়োগ ভারতে হয়েছেে। দেশটির পর্যটন খাতে বিনিয়োগের অনেক সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
২১টি বহুজাতিক কোম্পানির মধ্যে অনুষ্ঠানে অ্যাডোবির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী শান্তানু নারায়ন, আমাজনের প্রধান নির্বাহী জেফ বেজস, অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক, গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিসাইসহ জনসন অ্যান্ড জনসন, আমেরিকান টাওয়ার করপোরেশন, মার্স্টারকার্ড, ওলমার্ট, ইউএসআইবিসি, আইএইচএস মারকিট, ইমারসন, মডেলিজ ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।
(এসএএম/ ২৬ জুন ২০১৭)