আর্জেন্টিনায় বাস দুর্ঘটনায় শিশুসহ নিহত ১৫, আহত আরও ২১ জন
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আর্জেন্টিনায় বাস দুর্ঘটনায় শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জন একটি নাচের গ্রুপের সদস্য এবং অন্যরা তাদের অভিভাবক। নিহত শিশুদের বয়স ৫ থেকে ১৫ বছরের মধ্যে।
রবিবার এ দুর্ঘটনা ঘটেছে।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম দ্য বাবেল এ খবর প্রকাশ করেছে।
দুর্ঘটনার কবলে পড়া বাসটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ প্রায় ৫০ জনকে বহন করছিলো। এদিকে আহত ২১ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে ৪ জন শিশু।
বুয়েন্স এইরেসের উপশহর গ্র্যান্ড বুর্গ থেকে নাচের প্রতিযোগিতায় অংশ নিতে বাসটি শিক্ষার্থীদের নিয়ে মেন্দেজার সান রাফায়েলে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, ওই বাসটি বাবা-ছেলে যৌথভাবে চালাতো। লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বাণিজ্যিক পরিবহণ চালানোয় তাদের কোনো অনুমতি ছিলো না।
মর্মান্তিক এই দুর্ঘটনায় আর্জেন্টিনার প্রেসিডেন্ট মৌরিচিও ম্যাক্রি গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে মঙ্গলবার ও বুধবার দু’দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটি।
(এসএএম্ ২৭ জুন ২০১৭)