প্রথমবার বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প-পুতিন
বিনিয়োগবার্তা ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী শুক্রবার হামবুর্গে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনের মাঝে আনুষ্ঠানিক বৈঠক করবেন।
মঙ্গলবার (৪ জুলাই) এ খবরটি নিশ্চিত করেছে হোয়াইট হাউজ ও ক্রেমলিন। চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতায় আসার পর পুতিনের সাথে তিনবার ফোনালাপ করলেও এটাই তাদের প্রথম দ্বিপাক্ষিক বৈঠক।
রাশিয়ার যুক্তরাষ্ট্রের ২০১৬ সালের সাধারণ নির্বাচনকে প্রভাবিত করা, ইউক্রেন দখলের প্রচেষ্টা ও সিরিয়ার প্রতি সহানুভূতি দেখানোর ব্যাপার নিয়ে তাদের মাঝে চলতে থাকা অস্থিতিশীলতার মাঝেই এই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। যার উদ্দেশ্য হল বিশ্ববাসীকে জানানো যে, যুক্তরাষ্ট্র ও রাশিয়া তাদের কূটনৈতিক সম্পর্ক মেরামত করতে আগ্রহী। ট্রাম্প শিবিরের ধারণা প্রেসিডেন্ট সিরিয়া ও ইউক্রেনের বিষয়গুলো নিয়েই পুতিনের সাথে আলোচনা করবেন।
এর আগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও পুতিনের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল গত সেপ্টেম্বরের জি-২০ সম্মেলনে। এই সম্মেলনের পরই বোঝা গেছে যে, ওবামা সরকারের সময় রাশিয়ার সাথে যে শীতল সম্পর্ক ছিল তা উন্নয়ন করতে হলে রাশিয়ার আচরণে আরও পরিবর্তন আনতে হবে।
(এমআইআর/ ০৫ জুলাই ২০১৭)