খুলনায় আওয়ামী লীগের বিভাগীয় সম্মেলন রোববার
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: আগামীকাল রোববার খুলনা বিভাগের সব জেলা ও উপজেলা পর্যায়ে দলীয় নেতা-কর্মীদের সমন্বয়ে বিভাগীয় সম্মেলনের আয়োজন করছে আওয়ামী লীগ। খুলনা জেলা স্টেডিয়ামে এই বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।সম্মেলনকে কেন্দ্র করে প্রায় ২৫ হাজারের উপরে মানুষ আসবে বলে আশা করছেন আয়োজকেরা।
সম্মেলনের প্রধান অতিথি হবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাগেরহাট-১ আসনের সাংসদ শেখ হেলাল উদ্দিন। আরো উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্য, খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ প্রমুখ।
সম্মেলনে খুলনা বিভাগ আওয়ামী লীগের সব সাংসদ, জেলা পরিষদ চেয়ারম্যান, মহানগর ও জেলা আওয়ামী লীগের ১১টি পূর্ণাঙ্গ কমিটি, উপজেলা ও পৌরসভার পূর্ণাঙ্গ কমিটি, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, উপজেলা ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সভাপতি-সাধারণ সম্পাদক এবং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক ও খুলনা মহানগরের দলীয় কাউন্সিলররা অংশ নেবেন। প্রতি ইউনিয়ন থেকে ২১ জন করে প্রতিনিধি ওই সম্মেলনে অংশ নেবে ।
(এম আর/ ০৮ জুলাই ২০১৭)