গ্লোরিয়া জিন্সের আঞ্চলিক জিএমের সঙ্গে বিজিএমইএ সভাপতির সাক্ষাৎ
গ্লোরিয়া জিন্সকে বাংলাদেশ থেকে পোশাক সোর্সিং বাড়ানোর আহ্বান
নিজস্ব প্রতিবেদক: গ্লোরিয়া জিন্সকে বাংলাদেশ থেকে পোশাক, বিশেষ করে উচ্চমূল্যের এবং নন-কটন আইটেমগুলোর সোর্সিং বাড়ানোর বিষয়টি বিবেচনা করার জন্যও অনুরোধ জানান বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।
বৃহস্পতিবার গ্লোরিয়া জিন্স এর বাংলাদেশ ও ভারতের জন্য আঞ্চলিক জেনারেল ম্যানেজার মঈন আহমেদ বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর সভাপতি ফারুক হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাতকালে তারা গ্লোরিয়া জিন্স এবং বাংলাদেশী পোশাক শিল্পের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক জোরদারকরণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
ফারুক হাসান বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উদ্যোগসমূহ, বিশেষ করে বিশেষ করে ম্যান-মেইড ফাইবার এবং টেকনিক্যাল টেক্সটাইল-ভিত্তিক পোশাকের মতো উচ্চমানের পণ্য উৎপাদনে সক্ষমতা বাড়ানোর জন্য শিল্পের প্রচেষ্টাগুলো তুলে ধরাসহ শিল্পের উপর একটি বর্ননা প্রদান করেন।
তিনি শিল্পে পরিবেশবান্ধব প্রক্রিয়াগুলোর প্রসারে বিজিএমইএ এর চলমান প্রচেষ্টাসমূহ এবং বাংলাদেশের পোশাক শিল্পের সার্কুলার ইকোনমি মডেল গ্রহনের বিষয়টি তুলে ধরেন।
গ্লোরিয়া জিন্স রাশিয়ার একটি বিশিষ্ট হাই স্ট্রিট রিটেইল জায়ান্ট, যারা সক্রিয়ভাবে বাংলাদেশ থেকে পোশাক সোর্সিং করে।
বিনিয়োগবার্তা/কেএইচকে//