T20 Ibadat 261223

টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলা হচ্ছে না ইবাদতের

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বোলিং করার সময় বাঁ পায়ে ব্যথা পান ইবাদত। সে কারণে পরের ম্যাচে আফগানদের বিপক্ষে খেলা হয়নি তার। পরবর্তীতে স্ক্যান করে দেখা যায় অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ইনজুরিতে পড়েছেন ডানহাতি এই পেসার। এসিএল ইনজুরির কারণে মূলত ৫-৬ মাস অ্যাথলেটদের মাঠের বাইরে থাকতে হয়। যে কারণে এশিয়া কাপ এবং ওয়ানডে বিশ্বকাপ খেলতে পারেননি ইবাদত। সেই সময় লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে অস্ত্রোপচারও করিয়েছেন তিনি।

বিশ্বকাপের সময় দেখা গেছে মিরপুরে হাঁটাচলা করতেও। যদিও খুব বেশি আশার কথা শোনা যায়নি। ইবাদতের চোটের পরিস্থিতি বুঝতে আবারও ইংল্যান্ডে পাঠানো হয়েছে। সেখান থেকে ফিরে সমর্থকদের সুখবর জানাতে পারেননি তিনি।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন মিনহাজুল আবেদীন নান্নু। প্রধান নির্বাচক জানিয়েছেন, ‘ইবাদত মনে হয় পরবর্তী মৌসুম থেকে শুরুর সম্ভাবনা আছে। আগস্ট-সেপ্টেম্বরে আমাদের ঘরোয়া ক্রিকেট আছে সেটা নিয়ে হয়ত ফিরবে। আমাদের কাছে এমন একটা আপডেট আছে।’

বিশ্বকাপ থেকেই চোট নিয়ে ঘুরছেন তাসকিন আহমেদ। চোটের কারণে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পারেননি। যাননি নিউজিল্যান্ডে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতেও। ধারণা করা হচ্ছে, বিপিএল দিয়ে পুরোদমে মাঠে ফিরবেন তাসকিন। হালকা বোলিং শুরু করা ডানহাতি এই পেসারের সেরে ওঠার পথে বলে জানিয়েছেন নান্নু।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)