বিপদসীমার উপরে তিস্তার পানি
নীলফামারী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: দুইদিনের ভারী বর্ষণ ও উজানের ঢলে তিস্তানদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারী বৃষ্টিপাতের কারণে ৩য় দফায় তিস্তা নদীতে পানি প্রবাহ বাড়তে থাকে। পানি বেড়ে যাওয়ায় তিস্তা নদী বেষ্টিত প্রায় ৮টি ইউনিয়নের নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ১৫ হাজার মানুষ। তিস্তা ব্যারাজের সবকটি গেট খুলে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড।
তিস্তা ব্যারাজের বন্যা নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ নিয়ন্ত্রণ কেন্দ্র জানায়, উজানের ঢল আর অব্যাহত বৃষ্টিপাতের কারণে পানি বৃদ্ধি পেয়েছে তিস্তায়। রবিবার বিকালে থেকে ভারত থেকে প্রচণ্ড গতিতে পানি ঢুকতে থাকে তিস্তায়।
সকালে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, উজানের ঢলের কারণে তিস্তার পানি ডালিয়া পয়েন্টে সোমবার সকাল ৬টা থেকে বিপদসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যায় অসংখ্য মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ব্যারেজ হুমকির মুখে পড়ায় সব গেট খুলে দিয়ে পানির গতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে।
এদিকে দুদিনের প্রবল বৃষ্টিপাতের দরুন তিস্তা ছাড়াও জেলার সব নদীর পানি বৃদ্ধি পেয়েছে।
(এমআইআর/ ১০ জুলাই ২০১৭)