বাংলাদেশ ব্যাংক

যারা ব্যাংক দুর্বল করেছে, তারা একীভূত পরবর্তী ৫ বছর পরিচালক হতে পারবে না

নিজস্ব প্রতিবেদক: দুর্বল ও সবল ব্যাংক একীভূত হলে, যেসব পরিচালনা পর্ষদের সদস্যের কারণে ব্যাংকটি দুর্বল হয়েছে, তারা পরবর্তী পাঁচ বছর পরিচালক হতে পারবেন না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও বর্তমান পলিসি অ্যাডভাইজার আবু ফারাহ মো. নাসের।

তিনি বলেছেন, "আমাদের দেশে ব্যাংকের পরিচালক কে হবেন, এটা নিয়ে দৌড়াদৌড়ি চলে। আমরা যখন ব্যাংকগুলোকে মার্জ করবো, তখন দুর্বল ব্যাংক ও সবল ব্যাংক  দুটোরই অডিট ফার্ম দিয়ে ফাংশনাল রিপোটিংয়ের মাধ্যমে ফেয়ার ফেইস ভ্যালু বের করা হবে।" 

"এরপর যে রিয়েল ভ্যালু অফ দ্য অ্যাসেট হবে, তার ভিত্তিতে আমরা শেয়ার হোল্ডার নির্ধারণ করব। যার যেরকম অ্যাসেট থাকবে, তার উপর ভিত্তি করে ডিরেক্টর হবেন। তবে আগে যাদের কারণে ব্যাংক দুর্বল হয়েছে, তারা পরবর্তী পাঁচ বছর ব্যাংকের বোর্ডের সদস্য হতে পারবেন না," যোগ করেন তিনি।

মঙ্গলবার (৫ মার্চ) দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস (আইসিএবি)-এর 'রিক্যালিব্রেশন অফ বাসেল আর্কিটেকচার ফর দ্য ব্যাংকস টু প্রমোট ইকোনোমিক গ্রোথ' শীর্ষক ওয়েবিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খেলাপি ঋণ কমানোর পাশপাশি ব্যাংকিং খাতে কর্পোরেট সুশাসন নিশ্চিত করতে তৈরি রোডম্যাপের অংশ হিসাবে আগামী বছরের জানুয়ারির মধ্যে কমপক্ষে ১০টি ব্যাংককে একীভূত করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার সোমবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস নেতৃবৃন্দকে পরিকল্পনাটির কথা জানান।

ওয়েবিনারে ফারাহ নাসের বলেন, "আমাদের দরকার ভালো ব্যাংক পরিচালনা করা। যদি দুর্বল ব্যাংক সে নিজে নিজেই তার দুর্বলতা কাটিয়ে উঠতে পারে সেক্ষেত্রে আমাদের কোনো কথা নেই। তাদেরকে জোর করে মার্জ করার আমাদের পরিকল্পনা নেই।"

"ব্যাংকের ডিরেক্টর শেয়ার হোল্ডাররা মাত্র ১০ শতাংশ, ক্যাপিটালের বাকি ৯০ শতাংশ হল ডিপোজিটরের। সেক্ষেত্রে আমাদের ব্যাংকের সিদ্ধান্ত হবে ডিপোজিটরদের স্বার্থ রক্ষার্থে," যোগ করেন তিনি। 

ফারাহ নাসের আরও বলেন, "একটি ব্যাংক যদি ডিপোজিটরদের মানি উইথড্র করার মাধ্যমে ভেঙে পড়ে, তাহলে পরবর্তী এক সপ্তাহের মধ্যে আরও ১০ থেকে ২০টি ব্যাংক ভেঙে পড়ার আশঙ্কা থাকে। ডিপোজিটরদের অর্থ সংরক্ষণের জন্য যা যা লাগবে আমরা তাই করব।"

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)