এনফিল্ডের জুবিলী কাউন্সিলে জয় পেতে দৃঢ় প্রত্যয়ী মাসুদ উদ্দিন
লন্ডন (যুক্তরাজ্য) প্রতিনিধি: নর্থ লন্ডনের এনফিল্ডের জুবিলী কাউন্সিল উপনির্বাচনে জয় পেতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত খরেছেন বাংলাদেশী বংশোদপ্ত মাসুদ উদ্দিন।
আগামী ২৮ নভেম্বর, বৃহস্পতিবার, নর্থ লন্ডনের এনফিল্ডের জুবিলী কাউন্সিল উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
উক্ত এলাকায় কনজারভেটিভ পার্টির মনোনীত প্রার্থী মাসুদ উদ্দিন, এনফিল্ড কাউন্সিলের উপনির্বাচনে প্রার্থী হিসাবে অংশগ্রহন করছেন।
বিশিষ্ট সমাজ সেবক মরহুম কানসন মিয়ার ছেলে। তিনি এন্ডফিল্ডের জুবিলী ওয়ার্ডের বাসিন্দা বাংলাদেশি ভাই-বোনদের কাছ থেকে দোয়া প্রার্থনা করেন এবং স্থানীয় বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
শুক্রবার বাদ জুমা স্থানীয় পন্ডাস এন্ড জামে মসজিদের সামনে কমিউনিটির সকলের সাথে নির্বাচনী প্রচারনা ও মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের নের আশ্বাস দেন এবং বলেন, দীর্ঘদিন ধরে তিনি পরিবারসহ এখানেই বসবাস করছেন। এই কমিউনিটির বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত এবং একজন স্থানীয় ব্যবসায়ী। অবসরে তিনি স্থানীয় ফুটবল ক্লাবের নিয়মিত সদস্য। সাধারণ মানুষের সেবা করাকেই তিনি অন্যতম লক্ষ্য হিসেবে নিয়েছেন।
তিনি বলেন, একজন স্থানীয় বাসিন্দা হিসেবে এই এলাকার মানুষের যে সমস্যাগুলো মোকাবিলা করতে হয়। তাই, জুবিলী ওয়ার্ডের সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে আমি কাজ করছি।
নির্বাচনে জয়ী হলে তিনি যেসব পদক্ষেপ নেবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন,
সেগুলো হলো:
* সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা,
* সাপ্তাহিক বর্জ্য সংগ্রহ ব্যবস্থা (Weekly Bin Collection) পুনর্বহাল করা,
* আরও ফ্লাই-টিপ ক্যামেরা স্থাপন করা, এডমন্টন লিজার সেন্টার এবং সুইমিং পুল সংরক্ষণ করা,
* লেবার পার্টির এডমন্টনের LTN (Low Traffic Neighbourhood) রাস্তা বন্ধের বিরুদ্ধে অবস্থান নেওয়া
* বেশি সংখ্যক পুলিশ নিয়োগ করে অপরাধ ও অস্বস্তিকর পরিস্থিতি মোকাবিলা করা প্রভৃতি।
তিনি বলেন, দীর্ঘ ১৪ বছর ধরে লেবার পার্টির অধীনে জুবিলী ওয়ার্ড অবহেলিত অবস্থায় রয়েছে এবং নানা সমস্যায় জর্জরিত। এসব সমস্যা সমাধানে তিনি সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করেন। দলমত নির্বিশেষে একজন বাংলাদেশি প্রার্থী হিসেবে সকলের মূল্যবান ভোট দিয়ে স্থানীয় সবাইকে সেবা করার সুযোগ করে দেওয়ার আহব্বান জানান।
উল্লেখ্য জুবিলী ওয়ার্ডে অন্যান্য দলের আরো প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে লেবার পার্টি, লিবডেম পাটি, গ্রীন পাটি, ইনডিপেনডেন্স পাটি, রিফম ইউকের প্রার্থীরা রয়েছেন।
বিনিয়োগবার্তা/এফএইচ/এসএএম//
Vir