বিজিএমইএ সভাপতির সঙ্গে এডিবি প্রতিনিধিদলের সাক্ষাৎ
উৎপাদন খাতে প্রবৃদ্ধি ধরে রাখতে বাংলাদেশকে সহযোগিতা করবে এডিবি
নিজস্ব প্রতিবেদক: পোশাক শিল্পের ওপর বিশেষভাবে জোর দিয়ে বাংলাদেশের উৎপাদন খাতের প্রবৃদ্ধি ধরে রাখতে সহযোগিতার আশ্বাস দিয়েছ এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)
এডিবির একটি প্রতিনিধি দল সম্প্রতি বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসানের সঙ্গে সাক্ষাৎ করেছে।
ঢাকায় উত্তরাস্থ বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত বৈঠকে ২০২৬ সালে বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশনের কারণে অর্থনীতিতে যে প্রভাবগুলো পড়বে, সেগুলোসহ বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উন্নয়নকে কেন্দ্র করে আলোচনা হয়।
বিভিন্ন ক্ষেত্রের প্রধান বিশেষজ্ঞদের সমন্বয়ে এডিবি প্রতিনিধি দলে ছিলেন ইকোনমিক করিডোর এবং লজিস্টিক এক্সপার্ট অতুল সাঙ্গানেরিয়া, সিনিয়র প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট স্পেশালিস্ট রিনা ওবেরাই, গবেষণা বিশ্লেষক মো. রবিউল ইসলাম রবি এবং অর্থনীতিবিদ বরুণ কুমার দে।
আলোচনায় পোশাক শিল্পের ওপর বিশেষভাবে জোর দিয়ে বাংলাদেশের উৎপাদন খাতের প্রবৃদ্ধি ধরে রাখতে অবকাঠামো ও লজিস্টিক উন্নয়নের প্রয়োজনীয়তার বিষয়টি উঠে আসে।
ফারুক হাসান বাংলাদেশের বিকাশমান উৎপাদন খাতগুলো বিশেষ করে ২০৩০ সালের মধ্যে পোশাক রফতানি থেকে ১০০ বিলিয়ন ডলার অর্জনের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে শিল্পের গৃহীত বিভিন্ন উদ্যোগসহ শিল্পকে সামগ্রিকভাবে তুলে ধরেন।
বিনিয়োগবার্তা/এসএএম//