৬৩০ কোটি ডলারে ওরিয়েন্ট ওভারসিজ কেনার প্রস্তাব চীনের কসকোর

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা :  চীনের শিপিং জায়ান্ট কসকো ৬৩০ কোটি ডলারে হংকংয়ের ওরিয়েন্ট ওভারসিজ ইন্টারন্যাশনাল লিমিটেডকে (ওওআইএল) কিনে নেবার প্রস্তাব দিয়েছে । এই প্রস্তাবে সম্মত হলে কসকো হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম শিপিং কোম্পানি। ডেনমার্কভিত্তিক মায়েরস্ক বিশ্বের বৃহত্তম শিপিং কোম্পানি। দুই এ রয়েছে সুইজারল্যান্ডের মেডিটেরিয়ান শিপিং কোম্পানি।

ওওআইএল ও কসকো শেয়ারহোল্ডারদের থেকে অনুমোদন পাওয়ার পরই ওওআইএল অধিগ্রহণের চুক্তিটি চূড়ান্ত হবে। কসকোর সঙ্গে চুক্তিটি সম্পন্ন হলে কোম্পানিটি ওওআইএলের ৯০.১% শেয়ারের অংশীদার হবে। বাকি ৯.৯% শেয়ার থাকবে সাংহাই ইন্টারন্যাশনাল পোর্টের হাতে।

এদিকে সম্ভাব্য এই অধিগ্রহণ চুক্তির খবরে গত সোমবার হংকংয়ের পুঁজিবাজারে ওওআইএল ও কসকোর শেয়ারদর যথাক্রমে ২০% এবং ৫.৪% ৭২.০০ এবং ৪.৩০ হংকং ডলারে বিক্রি হয়েছে।

ওওআইএল নিজেদের ৬৮ দশমিক ৭ শতাংশ শেয়ার বিক্রির প্রস্তাবে সম্মতি দিয়েছে। কসকোর পক্ষ থেকে বলা হয়েছে, ওওআইএলের প্রতি শেয়ার বাবদ ৭৮ দশমিক ৬৭ হংকং ডলার মূল্য ধরা হয়েছে। ওওআইএলের নির্বাহী কর্মকর্তা অ্যান্ডি টং জানিয়েছেন, খুব সাবধানতার সঙ্গে বিবেচনা করে সিদ্ধান্তটি নেয়া হয়েছে। আশা করছি, এটি কোম্পানির ভবিষ্যত সফলতার জন্য সহায়ক হবে।”

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ওয়ান মিন বলেন, হংকংকে আন্তর্জাতিক জাহাজ শিল্পের কেন্দ্রস্থল হিসেবে গড়ে তুলতে কসকো প্রতিশ্রুতিবদ্ধ । তিনি বলেন, ওওআইএলের ব্যবস্থাপনা দল, বিশেষজ্ঞ এবং কোম্পানিটির ব্র্যান্ড ও সংস্কৃতির ওপর আমাদের পুরোপুরি শ্রদ্ধা রয়েছে।

 

(এম আর / ১১ জুলাই, ২০১৭)


Comment As:

Comment (0)