যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে দুর্বৃত্তের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত
ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরে কৃষ্ণাঙ্গ দুর্বৃত্তের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার (৮ মার্চ) দুর্বৃত্তের হামলায় মোহাম্মদ হানিফ (৫০) গুরুতর আহত হলে তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে তামাক জাতীয় দ্রব্যের দোকানে কাজ করার সময় কয়েকজন কৃষ্ণাঙ্গ তরুণ দোকানে ঢুকে সিগারেট জাতীয় দ্রব্যাদি চুরি করে যাবার সময় হানিফ বাধা দেন।
তারা জোরপূর্বক দোকানের বাইরে চলে যায়। তাদের পিছনে ধাওয়া করে ছুটে যান হানিফ। এ সময় তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গুরুতর আহত হানিফকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন।
মেরিল্যান্ড বাংলাদেশি কমিউনিটির সকলের কাছে সুপরিচিত ছিলেন মোহাম্মদ হানিফ। তার মৃত্যতে মেট্রো ওয়াশিংটন তথা ভার্জিনিয়া, মেরিল্যান্ড ও ওয়াশিংটন ডিসি এলাকায় বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া।
নিহত হানিফের নামাজে জানাজা আগামী মঙ্গলবার বাদ জোহর মেরিল্যান্ডের ফ্রেডরিকের ইসলামিক সোসাইটি মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে আল-ফিরদৌস মেমোরিয়াল গার্ডেনে দাফন করা হবে।
হানিফ স্ত্রী ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। হানিফের দেশের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আমিনবাজারে।
বিনিয়োগবার্তা/এসএএম//