Oman market

ওমানে বাংলাদেশি মালিকানাধীন হাইপার মার্কেটের যাত্রা শুরু

ডেস্ক রিপোর্ট: মধ্যপ্রাচ্যের দেশ ওমানে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশি ব্যক্তির মালিকানাধীন আল বারাকা হাইপার মার্কেট।

মার্কেটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও অংশ নেন স্থানীয়রা। বলা হচ্ছে, দেশটিতে এটিই মাসিরা দ্বীপে সবচেয়ে বড় হাইপার মার্কেট।

ওমানে বসবাস করছে অন্তত আট লাখ বাংলাদেশি। দেশটিতে চাকরির পাশাপাশি ব্যবসা খাতেও ব্যাপক সফলতা পাচ্ছেন বাংলাদেশিরা।

ওমানে একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা বাংলাদেশি আল বারাকা গ্রুপ এবার চালু করল নবমতম ব্রাঞ্চ আল বারাকা হাইপার মার্কেট।

মাসিরা দ্বীপে জমকালো আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় হাইপার মার্কেটটির। ওমানের শেখ আবদুল্লাহ বিন আবদুল্লাহ বিন আব্দুলওয়ালি বাওয়ান গভর্নর, মাসিরা, ওমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

শেখ আবদুল্লাহ বিন আবদুল্লাহ বিন আব্দুলওয়ালি বাওয়ান বলেন, বাংলাদেশিরা অনেক পরিশ্রমী, কর্মঠ। তারা ওমানের প্রতিটি সেক্টরে সমানতালে অবদান রেখে চলছে। তাদের সাফল্য ঈর্ষণীয়। তাদের ভবিষ্যতের জন্য দোয়া করি।

উদ্বোধনী আয়োজনে অংশ নেন অনেক বাংলাদেশি ব্যবসায়ীও। প্রতিষ্ঠানের সফলতায় প্রবাসীদের সহায়তা কামনা করেন কর্ণধার আবু ইউছুফ।

বিনিয়োগবার্তা/জেজে//


Comment As:

Comment (0)